Movie Time With Yami – 30

Ojii-san-no-Lamp-06-800

Name- Ojii-san no Lamp / Grandfathers Lamp
Duration- 24 min.
MAL Score- 7.80
Ranked- 808
Genres- Drama, Historical

সৃষ্টির শুরু থেকেই আমাদের পৃথিবী প্রতি মূহুর্তেই কোন না কোন পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। ভাল হোক বা খারাপ, এই পরিবর্তনের ফলেই পৃথিবীর উন্নতি হয়েছে; আর আমরা পেয়েছি আমাদের আজকের এই পৃথিবী। কিন্তু এইসব পরিবর্তন প্রতিটি মানুষের ওপর আলাদাভাবে কি প্রভাব ফেলে, তা কি আমরা কখনো চিন্তা করে দেখি? সার্বিক উন্নতির জন্য একজন মানুষের জীবনের বিভিন্ন স্তরে পরিবর্তনের গল্প নিয়েই তৈরি হয়েছে এই ছোট মুভিটি।

জাপানের একটি ছোট্ট গ্রাম। এই গ্রামে বাস করেন বৃদ্ধ মিনোসকে এবং তার পরিবার। গ্রামের আর দশটি পরিবারের মতই সুখী এবং শান্তিপূর্ণ পরিবার তাদের।

মিনোসকের নাতি গ্রামের অন্য বাচ্চাদের সাথে লুকোচুরি খেলতে গিয়ে ষ্টোররূমে অনেকদিন ধরে পড়ে থাকা একটি লণ্ঠন খুঁজে পায়। লণ্ঠনটি দেখে মিনোসকের মনে পড়ে যায় তার অতীত জীবনের কথা, যে জীবনের প্রতিটি পরতে পরতে জড়িয়ে আছে বিশ্বের উন্নয়নের প্রভাব। তিনি তার নাতিকে গল্প শোনাতে থাকেন, কিভাবে এই লণ্ঠন তার জীবনের বিভিন্ন স্তরে পরিবর্তন এনে দেয়।

মানুষের জীবন আসলে খুব বৈচিত্র্যময়। কখনো উত্থান, কখনো পতন, ছোট ছোট হাসি কান্না, আনন্দ এবং দুঃখের সমষ্টি একজন মানুষের জীবন। যখন তার অতীতের স্মৃতি রোমান্থন করেন, আমাদের চোখের সামনে ভেসে ওঠে চেষ্টার গল্প, পরিবর্তনের গল্প, পরিশ্রমের গল্প এবং পরিতৃপ্তির গল্প।

মুভিটি ইয়ং অ্যানিমেটর ট্রেনিং প্রজেক্টের অধীনে নির্মিত, কিন্তু এর আর্টওয়ার্ক, গল্প- সবই শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকতা বজায় রেখেছে। গল্পটি যে বার্তাটি দর্শকের কাছে পৌছাতে চেয়েছে তা খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। এই অল্প সময়ের মাঝেই চরিত্রগুলোর খুব চমৎকার ডেভেলপমেন্ট হয়েছে এবং এন্ডিংটাও খুবই সুন্দর।

তাই, হাতে ২৪ মিনিট সময় থাকলে এখনই দেখে ফেলুন এই চমৎকার মুভিটি!

Movie Download Link-
http://kissanime.com/Anime/Ojii-san-no-Lamp

Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!

Comments