Movie Time With Yami – 31

okami-kodomo-no-ame-to-yuki_2012-3-3150x1772

Name- Ookami Kodomo no Ame to Yuki / Wolf Children Ame and Yuki
Duration- 1 hour 57 min.
MAL Score- 8.90
Ranked- 13
Genres- Fantasy, Slice of Life

আজ বলে বিশ্ব ভালবাসা দিবস! তাই, এই দিবস উপলক্ষে আজ সাজেস্ট করছি একটি ভালবাসায় পরিপূর্ণ হৃদয়স্পর্শী মুভি!

মানুষের জীবন বিভিন্ন স্তরে বিভক্ত। জন্ম, বাবা মায়ের সাহায্য নিয়ে বেড়ে ওঠা, তারুণ্য, নিজের পায়ে দাড়ানোর উপযোগী হয়ে ওঠা, বিয়ে, নিজের একটি নতুন পরিবার তৈরি করা, সেই পরিবারকে সামলানো, বেড়ে উঠতে সাহায্য- এবং এই চক্র চলতে থাকে। বলা হয়ে থাকে, পৃথিবীতে আনন্দ নিয়ে, পরিপূর্ণভাবে বেঁচে থাকার জন্য এসবই অত্যাবশ্যকীয়। কিন্তু সত্যিকারের আনন্দ আসলে কোথায় লুকিয়ে থাকে?

১৯ বছর বয়সী হানাও চেয়েছিল এরকম সুখী একটি জীবন। কলেজপড়ুয়া হানার সাথে পরিচয় হয় ওকামির, এরপর তাদের সম্পর্ক আরও গাঢ় হয়। তারা বিয়ে করে, তাদের দুটি ফুটফুটে সন্তানও হয়। সবই ঠিক ছিল, সমস্যা একটাই। ওকামি যে আসলে একজন নেকড়েমানব! এবং সে কারণে তাদের সন্তানরাও বাবার মত নেকড়ে এবং মানুষের সংমিশ্রণ।

একদিন এক আকস্মিক দুর্ঘটনায় হঠাৎ প্রাণ হারায় ওকামি। এবং হানার সুখের সংসারে নেমে আসে অনিশ্চয়তার ছায়া। কিভাবে এই অর্ধ-নেকড়ে বাচ্চাদুটোকে নিয়ে এই মানুষের পৃথিবীতে থাকবে হানা? তাদের ঠিকভাবে বড় করে তুলবেই বা কিভাবে?

আমি একটা কথা সবসময় বলি, ভালবাসার অনেক রকম রূপ আছে। কিন্তু তার মাঝে সবচেয়ে সুন্দর রূপটি হল মা এবং সন্তানের সম্পর্ক। নিঃস্বার্থভাবে নিজের কথা সামান্যতম চিন্তা না করে একজন মা তার সন্তানকে ভালবেসে যান। কিন্তু আমরা কি সবসময় মায়ের কষ্টটাকে উপলব্ধি করতে পারি? মাকে তার প্রাপ্য ভালবাসা, সম্মানটুকু দিতে পারি? এই মুভিটি দেখে অল্প সময়ের জন্য হলেও আশা করি দর্শকদের সবারই নিজের মায়ের কষ্টের কথা মনে পড়বে, আর সেইসাথে অন্যরকম সুন্দর একটি ভালবাসার উদাহরণ চোখে পড়বে।

মুভিটির আর্টওয়ার্ক চমৎকার, গল্পের ধারাবাহিকতা অল্প সময়ের মাঝেই দর্শককে ভেতরে টেনে নিয়ে যেতে বাধ্য। প্রতিটি চরিত্রকে যত্ন নিয়ে তৈরি করা হয়েছে, তাদের কথাবার্তা, ছোটখাট কাজকর্মই কখনো হাসায়, কখনো কাঁদায়। সেইসাথে আছে মানানসই ওএসটি, আবহ তৈরি করে দেয় খুব সহজেই।

তাই, বসে বসে হা হুতাশ না করে দুইঘন্টা সময় নিয়ে এখনই দেখে ফেলুন এই মুভিটি, আর যারা দেখেছেন, তারা আরেকবার রিওয়াচ দিন!

Movie Download Link-
http://kissanime.com/Anime/Ookami-Kodomo-no-Ame-to-Yuki

Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!

Comments