Name: Neko no Ongaeshi / The Cat Returns
Duration: 1 hr. 15 min.
MAL Score: 8.01
Ranked: 507
Genres: Adventure, Fantasy, Drama
গতকাল মাই অ্যানিমে লিষ্ট হঠাৎ করে মাই কিটি লিষ্ট হয়ে যাওয়ার পর মনে পড়ল, বিড়ালপ্রেমীদের জন্যও ষ্টুডিও জিবলী একটা চমৎকার মুভি বানিয়েছে। আজ বলছি সেই মুভিটির কথা।
হারু একজন হাইস্কুল পড়ুয়া কিশোরী। আর দশটা সাধারণ মেয়ের মতই তার জীবন। ভবিষ্যত বা জীবনের লক্ষ্যের মত জটিল বিষয় নিয়ে হারু মোটেই বিচলিত নয়। প্রতিটি দিন সাধারণভাবেই পার করে সে।
একদিন সকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় হারু হঠাৎ দেখতে পায়, একটি অদ্ভুত বিড়াল রাস্তা পার হচ্ছে। একটি অবশ্যম্ভাবী দুর্ঘটনার সম্ভাবনা আঁচ করতে পেরে হারু দৌড়ে গিয়ে বিড়ালটিকে বাঁচায়। কিন্তু এরপর? এরপর ঘটে এক আজব ঘটনা। হারু নিজেকে আবিষ্কার করে বিড়াল সাম্রাজ্যে বন্দী হিসেবে! কিভাবে পৌছল সে এই বিড়াল সাম্রাজ্যে? আর কিভাবেই বা সে এখান থেকে উদ্ধার পেয়ে বাড়িতে ফিরবে?!
এ মুভিটিকে বলা যেতে পারে ষ্টুডিও জিবলীর আরেকটি বিখ্যাত মুভি “হুইসপার অফ দ্য হার্ট” এর একটি লুজ স্পিনঅফ, কারণ এতে উল্লেখিত মুভিটির দুটি চরিত্র উপস্থিত রয়েছে (দুটিই বিড়াল চরিত্র)। এছাড়া এদের মাঝে আর কোন সম্পর্ক নেই। এই মুভিটি লেখক হিরাগি আওই এর লেখা “দ্য ক্যাট ব্যারন” গল্পটি অবলম্বনে তৈরি।
মুভিটির গল্পটি বেশ মজার, এর অন্যতম বৈশিষ্ট্য হল এতে হারু বাদে বাকি সব চরিত্রই বিড়াল! মুভিটিকে বলা যেতে পারে বিড়ালপ্রেমীদের স্বর্গ! বিভিন্ন ধরণের বিড়াল দেখে হাসি আসতে বাধ্য! কিন্তু মুভিটির গল্প বেশ গোছানো, ধারাবাহিক গতিতে এগিয়ে যায় এবং এন্ডিংটাও চমৎকার!
তাই হাতে তেমন কোন কাজ না থাকলে দেখে ফেলতে পারেন এই চমৎকার মুভিটি।
Movie Download Link-
Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!

