Name: My Neighbor Totoro / Tonari no Totoro
Duration: 1 hr. 26 min.
MAL Score: 8.51
Ranked: 98
Genres: Adventure, Comedy, Supernatural
বাসাবাড়ি বদল করতে কার ভাল লাগে? নিজের পরিচিত পরিবেশ, বন্ধুবান্ধব, একটা চলমান জীবন ছেড়ে নতুন একটা অচেনা জায়গায় যেতে যে কারওই অস্বস্তি বোধ হওয়াটা স্বাভাবিক। কিন্তু ব্যাপারটাকে তো ইচ্ছে করলে উল্টোভাবেও দেখা যায়। সম্পূর্ণ নতুন একটি জায়গা দেখার মধ্যে যে আনন্দটা আছে, নতুন পরিবেশটিকে আপন করে নেয়ার মধ্যে যে তৃপ্তি আছে, তা তো একঘেয়ে দৈনন্দিন জীবন কোনদিন কাউকে দিতে পারবে না!
ছোট্ট সাতসুকি আর মেই দুই বোন। তারা তাদের পুরনো আবাস ছেড়ে গ্রামের ধারে ছিমছাম এক বাড়িতে বাস করতে আসে তাদের বাবার সাথে। বাড়ির চারপাশে জঙ্গল, সবচেয়ে কাছের বাড়িটিও বেশ দূরে অবস্থিত। এরকম খোলামেলা এবং নিরিবিলি পরিবেশ পেয়ে দুই বোনের আনন্দের সীমা থাকেনা। দৌড়াদৌড়ি করে পুরো এলাকা চষে বেড়াতে থাকে তারা।
এভাবে বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতে করতে ছোট্ট মেই হঠাৎ দেখা পায় এক আজব জন্তুর। বনের মধ্যে বিশাল এক গাছের নিচে ঘুমন্ত এ অদ্ভুত জন্তুটিকে দেখে বেশ মজা পেল সে। তাই জন্তুটির সাথে সখ্যতা গড়ে তুলতেও বেশি দেরি হলনা তার। আর শুরু হল তোতোরোর সাথে সাতসুকি আর মেই এর মজার অভিযান।
এই মুভিটি আমার প্রিয় মুভির তালিকায় বেশ ওপরের দিকে রয়েছে, এর মূল কারণ হল, এটির সহজ-সরল এবং হাসিখুশি প্লট। ছোট্ট দুটি বাচ্চা মেয়ের হাসিখুশি উচ্ছ্বল কথাবার্তা, কাজকর্ম দেখলে মন এমনিতেই ভাল হয়ে যায়, সেইসাথে আছে তোতোরো এবং তার মজার কাজকর্ম। মুভিটিতে অ্যাডভেঞ্চারের অংশটা খুব সুন্দর, হালকা এক্সাইটমেন্ট এবং বেশি মজার ছোঁয়াটা খুব বেশি মুভিতে পাওয়া যায়না। স্টুডিও জিবলীর ছিমছাম পরিষ্কার আর্ট এবং মুভির চমৎকার ধারাবাহিক কাহিনীবিন্যাস এটিকে আরও অনন্য করে তুলেছে।
এই মুভিটির কাহিনী নিয়ে বেশ কিছু থিওরী প্রচলিত আছে ইন্টারনেটে, সেগুলোর সত্যমিথ্যার দায়ভার আমি নিতে পারব না, তবে মুভিটি দেখার পর যদি থিওরীগুলো ঘাটাঘাটি করে দেখেন, আমি নিশ্চিত যে মুভিটির হাসিখুশি প্লটটিকে নতুন চোখে দেখতে বাধ্য হবেন আপনি!
Movie Download Link-
http://kissanime.com/Anime/My-Neighbor-Totoro
Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!

