Keijo!!!!!!!! [রিভিউ] — Homayed Naser

Keijo

Keijo!!!!!!!!
জনরাঃ শৌনেন, স্পোর্টস

২০১৬ সালের এনিমে জগতে সারা জাগানো একটি এনিমে এটি। এনিমে জগতে এর আগে এভাবে সারা ফেলতে দেখা গিয়েছিল হাইস্কুল ডি এক্স ডি, ফেইরি টেইল এর মত এনিমেকে। হাই স্কুল ডি এক্স ডি যদিও বা আমাদের অনেকেরই প্রিয়, কিন্তু ফেইরি টেইল অধিকাংশ দর্শকদের কাছে মাস্টারপিস হিসেবে বিবেচিত। কিন্তু এ মাস্টারপিস এনিমের ফ্যানরা এখন নিজেরাই ভয়ে আছে কারন এনিমেটি ফ্যানসারভিস জেনারের বিধায় নিজের পায়ে নিজে কুড়াল মারতে স্বার্থকভাবে সফল হয়েছে। কারণ কেইজো নামের এনিমেটি তথাকথিতভাবে ফেইরি টেইল এনিমেটির মত শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা না চালিয়ে সরাসরি ফ্যান সারভিসকেই একটি নজিরবিহীন দৃষ্টান্ত হিসেবে স্থাপন করতে পেরেছে যা এনিমে জগতকে আরও সামনের দিকে অগ্রগামিতার ভার বহন করে।

এনিমেটির প্রধান চরিত্র কামিনাশি নোজোমিকে ঘিরেই মুল গল্পের সৃষ্টি।
এবং আরও তিনটি চরিত্র যারা নোজোমির রুমমেট তারাও গল্পে বহুলভূমিকা পালন করে।গল্পটি মূলত একটি শিল্পকলাকে ঘিরে। এবং এ শিল্পকলার মূলে রয়েছে কেইজো নামের একটি খেলা যেখানে পশ্চাতদেশ ও উরোজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন কারুকার্যের মাধ্যমে পশ্চাতদেশ ও উরোজ এর সঠিক ব্যবহার করে একে অপরকে সেগুলো দিয়ে ধাক্কা অথবা ছোয়ার মাধ্যমে পুকুরে অথবা সুইমিং পুল এ ফেলে দেওয়ার মাধ্যমে খেলাটি সম্পন্ন হয়। খেলাটি ছোট মেয়ে থেকে শুরু করে প্রাপ্ত বয়স্ক মহিলারাও খেলতে পারে। কিন্তু এ ক্ষেত্রে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল সুগঠিত পশ্চাতদেশ, এবং বিভিন্ন বেয়ামের মাধ্যমে এনিমের চরিত্রদল তাদের সুপ্ত প্রতিভার বিকাশ করে যা এনিমেটিকে একটি অনন্ত মাত্রায় নিয়ে যায় যা অনেক স্পোরটস আনিমেকেই হার মানায়।

প্রতিটি চরিত্রই এক একটি অনন্য কীর্তি। তাদের দেহের শুষম বন্টন এবং পশ্চাতদেশ ও উরোজের প্রয়োগ প্রশংসার দাবিদার। লেখককে এক্ষেত্রে বলতে হবে যে সে খুব চমৎকার ভাবে প্রতিটি চরিত্রকে ধারণ করেছে এবং তার অনন্যতম শৈলীগুলোর একটি।তাদের খেলার সময় ধারনকৃত প্রতিটি বিশেষ হামলা তাদের নিজ নিজ গুনাবলীর বহিঃপ্রকাশ।
এনিমেশনের বেপারে বলতে গেলে এক কথায় অসাধারণ। কারণ অনেক এনিমেই এরকম পশ্চাতদেশ এবং উরোজের মাধুরি দেখাতে গিয়ে খুব বাজে ভাবে ব্যর্থ হয়েছে যা কেইজোর ক্ষেত্রে ঠিক উলটো।
তো এ মাস্টারপিসটিকে অন্তত এ গ্রেড তো দেয়াই যায় নাকি? আপনারা কী বলেন?