Behind the Voices – 14

হোসোয়া ইয়োশিমাসা

হোসোয়া ইয়োশিমাসা সাধারণত তার এক্সেপশনালি ম্যানলি কণ্ঠের জন্য পরিচিত । সে সুধু মাত্র তার কণ্ঠ দিয়েই তার চরিত্রগুলার মধ্যে এক ইউনিক ভাইব তুলে ধরে । বেশির ভাগ সময়ে তার চরিত্রগুলো একটা ম্যানলি ইম্প্রেশন ফেলে যায় ফ্যানদের মাঝে, মূলত তার এই ম্যানলি কণ্ঠের জন্যেই । এমনে তিনি আমার সবচেয়ে প্রিয় সেইয়ূগুলার মাঝে তিনি একজন ।

২০০৪ থেকে ভয়েস অ্যাক্টিং-এর সাথে জরিত থাকলেও, তার স্ক্রিনটাইম পাওয়া কোন ভালো রোল পেতে অপেক্ষা করতে হয়েছে ২০১০ পর্যন্ত । তার প্রথম মেজর রোল হল কাতানাগাতারির ইয়াসুরি শিচিকা । ঠিক তারপর থেকেই প্রতি বছর কোন না কোন অসাধারণ রোল পেয়েই যাচ্ছেন তিনি ।

আমি প্রথমে তার ভক্ত হই চিহায়াফুরুর ওয়াতায়া আরাতা, কুরোকো নো বাস্কেটের হিয়ূগা জুনপেই এবং স্ট্রাইক দি ব্লাডের আকাৎসুকি কোজৌ এই তিনটি রোলের জন্য । এরপর তার আরও যত রোল দেখি প্রায় সবই ভালো লাগা শুরু করে, সাধারণত কোন কণ্ঠ-অভিনেতার কাজ দেখে আমি এতটা ইম্প্রেস্ড হই নাই । যাই হোক তার আরও কিছু পছন্দের রোলগুলো হল কাতানাগাতারির ইয়াসুরি শিচিকা, আকামে গা কিলের ওয়েইভ, এস অফ ডায়ামন্ডের ইয়ুকি তেৎসুয়া, ডেথ প্যারেডের গিনটি, হাইস্কুল DXD-এর মিকাইল, ম্যাজাইয়ের মাস্রুর, ফ্রি-এর ইয়ামাযাকি সৌস্কে এবং হাইকিউয়ের আসাহি ।

1

তার গানের কণ্ঠও বেশ প্রখর । ইনু এক্স বকু, ফ্রি, কিমি নো ইরু মাচি, প্রিন্স অফ টেনিস এবং আরও কিছু আনিমের ওপেনিং অথবা এন্ডিং-এ অবদান আছে তার ।

তার কণ্ঠ অভিনয় বরাবরই বেশ ভাল্লাগে এবং তিনি তার কণ্ঠ অভিনয়ের মাঝে কেমন জানি এক ইউনিক ফিল আনতে পারে, যা অনেক নামকরা কণ্ঠ অভিনেতারাও পারে না । এছাড়া বছরের পর বছরের তার রোলের পরিমান বেড়েই চলছে । এই বছরেও আজিন, বুঙ্গৌ স্ট্রে ডগ্স, বকু নো হিরো অ্যাকাডেমিয়ার মত আনিমেতে কণ্ঠ দিবেন তিনি । সামনে যে ভালো ভালো রোল পাবেন তিনি তা একেবারে স্বচ্ছ । ওহ্, আর আজকে কিন্তু তার ৩৪ তম জন্মদিন 😉 ।

2

 

কানায়ে ইতৌ

কানায়ে ইতৌর কণ্ঠ নিয়ে যদি কোন মন্তব্য করতেই হয় তবে ‘অধিক কিউট’ বাদে আর কিছু মাথায় আসে না । এই পর্যন্ত তার যত রোল দেখেছি সবগুলা চরিত্রতেই তার কাজ এত সূক্ষ ছিল যে চরিত্রটির কিউটনেস হয়তো তার কণ্ঠের জন্যেই বেশ বেড়ে গিয়েছে । তার কণ্ঠে বেশ ফেমিনিন ভাব আছে এবং শুনতেও বেশ ভাল্লাগে ।

তার বেশ ভালো পরিমানেরই রোল আছে, যদিও আমি মনে করি তার আরও বেশি রোল থাকা উচিৎ । তার যে রোলগুলো বেশ ভালো লেগেছে তা হল বকু ওয়া তোমোদাচি গা সুকুনাই-এর নিকু ইয়ে মানে কাশিওয়াযাকি সেনা ( আমার মতে তার সেরা রোল এবং জনগণের মতেও ), কামি নোমি যো শিরু সেকাই-এর এলশি, ওদা নোবুনা নো ইয়াবৌ-এর ওদা নোবুনা, হাতারাকু মাও সামার সুযুনো, রেইলগান-এর সাতেন রুইকো, ওকামি-সান তো শিচিনিন নো নাকামাতাচি-এর আকাই রিঙ্গো, টু-লাভ রু-এর নানা ডেভিলিউক ।

3

তার গানগুলার সংখ্যাও বেশ বড় । আসোবি নি ইকু ইয়ো, বকু ওয়া তোমোদাচি গা সুকুনাই, কামি নোমি যো শিরু সেকাই, মায়োই নেকো, কুইন্স ব্লেড, শিনরিয়াকু ইকা মুসুমে, তাইশৌ ইয়াকিউ মুসুমে এবং আরও কিছু আনিমের ওপেনিং অথবা এন্ডিং অথবা ইনসার্ট সং হিসেবে তার গান ব্যবহার করা হয়েছে । ইচ্ছা থাকলে ইউটিউব ঘেটে শুনে নিতে পারেন, তার গানের গলাও বেশ সুন্দর ।

তার জন্ম নভেম্বর ২৬, ১৯৮৬ । ব্যক্তিগত জীবনে তিনি আকি তোয়োসাকির বেশ ভালো বন্ধু যেহেতু তারা একসাথে বেশ অনেকগুলো আনিমেতেই কাজ করেছে ( আকি তোয়োসাকিকে অনেকেই চিনেন হিরাসাওয়া ইয়ুইর জন্য এছাড়া তাকে নিয়ে সেগমেন্টে না লিখলেও কোন একদিন পোস্ট দিসিলাম, সার্চ করে নিতে পারেন না দেখে থাকলে ) । কানায়ে ইতৌ সামনে আরও রোল পাবে এই আশা রইলো ।

4