Lucifer and the Biscuit Hammer [Manga Recommendation] — Rezo D. Skylight

Lucifer and the Biscuit Hammer

Manga Recommendation:
Lucifer and the Biscuit Hammer
(Alternative names: Wakusei no Samidare, Hoshi no Samidare)
জনরা: Action, Adventure, Psychological, Comedy, Drama, Seinen
মাঙ্গাকা: Satoshi Mizukami
চ্যাপ্টার সংখ্যা: ৬৫
মাইএনিমেলিস্ট রেটিং: ৮.৫৬
পার্সোনাল রেটিং: ১০/১০

যারা অ্যাডভেঞ্চার, কমেডি, ড্রামা, সাইকোলজিকাল, স্লাইস অফ লাইফ থেকে শুরু করে অ্যাকশান, শৌনেন প্রায় সব জনরারই পাঁচমিশালী স্বাদ খুঁজছেন তারা Lucifer and the biscuit hammer মাঙ্গাটি পড়ে দেখতে পারেন।

এর কাহিনী তেমন আহামরি কিছু না। বলতে গেলে কাহিনীর শুরুটা হয় এক অদ্ভুত প্লট দিয়ে কিন্তু সমাপ্তি হয় ক্লাইম্যাক্সের মাধ্যমে। শুরুতে এনিমাস নামের এক জাদুকর “Biscuit Hammer” নামক এক বিশাল হাতুড়ির ব্যবহার করে নির্দিষ্ট সময় পর পুরো পৃথিবীকে ধ্বংস করে দিবে বলে প্রতিজ্ঞা করে। সোজা কথায় জাদুকর চায় পৃথিবীতে কিয়ামত ডেকে আনতে। কারণ সে নিজেকে প্রভু বলে দাবি করত এবং তার ধারণা ছিল পৃথিবীর জন্ম-মৃত্যু সবই তার হাতে। আর পৃথিবীকে এই ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য অলৌকিক ক্ষমতার অধিকারী প্রিন্সেস এনিমা (প্রিন্সেস এনিমা কে তা মাঙ্গা পড়লে একসময় জানা যাবে) পৃথিবী থেকে ১২ জন মানুষ বাছাই করে ও তাদেরকে “Beast knight” এর শক্তি দান করে। এভাবেই এই ১২ জন “Beast knight” এর সাথে জাদুকর এনিমাসের এর যুদ্ধ নিয়ে শুরু হয় “Lucifer and the Biscuit Hammer” মাঙ্গার কাহিনী।

প্রথমে প্রথমে Lucifer মাঙ্গা তেমন একটা ইন্টারেস্টিং নাও লাগতে পারে। কিন্তু আপনি যদি কষ্ট করে ১৩-১৪ টা চ্যাপ্টার পড়েন, এরপর আপনি আর পড়া থামাতে পারবেন না। মাঙ্গার আর্ট মুটামুটি ভালই। বিশেষ করে শেষ চ্যাপ্টারগুলার অার্ট খুবই ভাল। আর এই মাঙ্গার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল, একই সাথে কিছুটা স্লাইস অফ লাইফ আবার অ্যাকশন-শৌনেন (যদিও জনরা সেইনেন দেয়া কিন্তু আমার কাছে শৌনেন টাইপের লেগেছে।) এর স্বাদ পাবেন, যা অন্যান্য মাঙ্গায় তেমন পাওয়া যায় না। তাই Lucifer এর মত মাঙ্গা খুব কমই আছে বলতে গেলে। সুতরাং, আপনারা সময় পেলে “Fate of the world” নিয়ে এই ব্যতিক্রমধর্মী মাঙ্গাটি পড়ে ফেলুন।