Sakib’s Hidden Gems – Episode #12

আনিমে: Michiko to Hatchin (Michiko & Hatchin)

জানরা: একশন, অ্যাডভেঞ্চার
এপিসোড সংখ্যা: ২২
MAL লিঙ্ক: https://myanimelist.net/anime/4087/Michiko_to_Hatchin

গল্পের মূল চরিত্র দুইটি – নয় বছরের মেয়ে হানা মরেনোস ওরফে হাচিন আর যুবতী মহিলা মিচিকো ম্যালান্ড্রো। মা-মরা হাচিনের বাবা হলো কুখ্যাত গ্যাং লীডার হিরোশি মরেনোস, যে পুলিশের থেকে পালিয়ে বেড়াচ্ছে। আর ওদিকে হাচিন পড়ে আছে ওকে দত্তক নেওয়া এক পরিবারের কাছে, যারা ওর জীবন দুর্বিষহ করে ফেলেছে। অন্যদিকে স্বাধীনচেতা মিচিকো হল বারবার জেল পালানো আসামী। প্রথম জীবনে সে হিরোশির প্রেমে মজে গিয়েছিল। পরে সে বহু খুঁজেও ওর দেখা পায় নি। কিন্তু জেলে থাকা অবস্থায় সে হিরোশির মেয়ে হাচিনের কথা জানতে পায়, আর ওর সাহায্যে হিরোশিকে খোঁজার আরেকটা চেষ্টা চালায়। এই জন্য সে আবার জেল পালিয়ে হাচিনকে দত্তক নেওয়া পরিবারের ওখানে হামলা করে হাচিনকে নিয়ে আসে। এরপর চলতে থাকে পুলিশের ধরাছোঁয়ার বাইরে থেকে ওদের হিরোশিকে খোঁজার অভিযান।

বেশ সিমপ্লিস্টিক সেটিং হলেও আনিমেটি খুব মজার। ল্যাটিন আমেরিকার সেটিং-ওলা আনিমেটি ক্যারাক্টার ডিজাইন, রং, ও সাউন্ডের ব্যবহারের দিক দিয়ে যথেষ্ট ব্যতিক্রমধর্মী ও স্টাইলিশ। অরিজিনাল আনিমেটির শেষটাও যথেষ্ট ভাল। মিচিকো ও হাচিন দুজনই ভালো লাগার মতো চরিত্র।

হালকা স্বাদের, দ্রুতলয়ের ও মজাদার আনিমের খোঁজে থাকলে এটি চেখে দেখতে পারেন। আর এটি ইংলিশ ডাব-এ দেখাই বোধহয় ভালো।

A V’s Random Suggestion: Michiko to Hatchin

মিচিকো ও হাচিনের গল্পটা শুরু হল এভাবে :

হাচিন বাবা-মা হারা এতিম একটা মেয়ে,এক ফ্যামিলিতে পালিত সন্তান হিসাবে থাকে,যেখানে তাকে কথায়-কথায় মারধোর করা হয়।
অপর দিকে মিচিকো এক জেল পলাতক আসামী যে কিনা তার আনুমানিক মৃত প্রেমিক হিরোশীকে খুজে বেড়াচ্ছে,সূত্র একটাই- হিরোশীর মেয়ে হাচিন।
এরপর মিচিকো খুজে বের কর হাচিনের ঠিকানা,হানা দিল হাচিনের ফস্টার হাউজে।

জানালার কাঁচ ভেঙ্গে সোজা তাদের ডাইনিং টেবিলের উপর বাইকসহ ল্যান্ড করল মিচিকো।
সবার মুখের উপর লোড করা একটা শটগান ধরে জিঙ্গাসা করলঃ “এখানে হাচিন কার নাম?”

Interested ??

এফ এ সি ১২ By Farsim Ahmed


রান্ডম টপিক

আইডল

http://www.youtube.com/watch?v=6SwiSpudKWI

জাপানে টিন এজে মেয়েরা যদি আকর্ষনীয় চেহারা ও গড়নের অধিকারী হয়, সেই সাথে কিছু অভিনয় বা গানের প্রতিভা থাকে, তাহলে ট্যালেন্ট এজেন্সি দ্বারা তারা রিক্রুটেড হয়ে যায়। এদেরকে বলা হয় আইডল। খুব পপুলার কিছু আইডল গ্রুপের মধ্যে আছে একেবি০৪৮, মোমোইরো ক্লোভার জি, মর্নিং মুসুমে, পারফিউম ইত্যাদি। আইডল বলতেই বোঝানো হয় ভীষণ কিউট, চার্মিং, শুদ্ধতা ও শুভ্রতার প্রতীক। সেজন্য যারা একটু বিদ্রোহী টাইপ ভাবমূর্তি গড়তে চায়, তাদেরকে আইডল বলা হয় না, যেমন, স্ক্যান্ডাল। আইডল গ্রুপগুলোকে সাপোর্ট দেয়ার জন্য বেশ বড়সড় ফ্যানবেইস থাকে, যারা একটা বড় অংশ বেকার ওতাকু। আইডলদেরকে নিয়ে প্রচুর আনিমে তৈরী হয়েছে, যেমন লাভ লাইভ স্কুল আইডল প্রজেক্ট, দ্য আইডলমাস্টার ইত্যাদি।আমি এসেনেসডি, ওয়ান্ডার গার্লস, ব্রাউন আইড গার্লস, এদেরকে দেখলেই আফসোস করতে থাকি, আহারে, আমার চেহারাটা আরেকটু সুন্দর কেন হলো না আর আমি কেন কোরিয়ান কোনো বান্ধবী পেলাম না। তারা আসলেই খুবই সুন্দরী, আর ফিগারও সুপার মডেলদের মত।

আইডলরা সাধারণত পড়াশোনায় খুব একটা সুবিধায় হয় না,  হ্যা, তারা হাই স্কুল শেষ করার পরেই জবে ঢুকে যেতে পারে। তারা সেভাবেই কোয়ালিফাইড। আর কারো হায়ার স্টাডিস এর ইচ্ছা থাকলে ভার্সিটিতে যায়। এন্ট্রান্স এগ্জাম বেশ কঠিন, অনেকে দুইতিনবার চেষ্টা করেও টোকিও ভার্সিটিতে চান্স পায় না।

 

 

আনিমে সাজেশন

মিচিকো তো হাচ্চিন

 

জেল থেকে পালানো ফেরারী আসামী মিচিকো পালক পরিবারের নির্যাতন থেকে উদ্ধার করলো হানাকে। হানার শরীরের উল্কি দেখে চমকে উঠলো মিচিকো, তার গায়েও যে আছে এই একই নকশার উল্কি। এই দুইএর অদ্ভুত জুটি নেমে পড়ল অভিযানে। এই অভিযান হানার বাবাকে খুঁজে পাবার জন্য, যে কিনা ছিল মিচিকোর এক সময়ের প্রেমিক। তারপর?

 কেন দেখবেনঃ মিউজিকে শিনিচিরো ওয়াতানাবে, ওপেনিং দেখলেই বুঝে যাবেন, আর সেই সাথে সামুরাই চাম্পলু ভাইব। আর কি লাগে।

http://www.youtube.com/watch?v=FQf-NkWz7Yo

কেন দেখবেন না:তেমন কোনো কারণ খুঁজে পাচ্ছি না।

ম্যাল রেটিং ৭.৯০

আমার রেটিং ৮

 

 

মাঙ্গা সাজেশন

 এপোক্যালিপ্স নো তোরিদে

 ইওশিয়াকি মায়দাকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে জেলে পাঠানো হলো। ওর ইনমেটরা সব ভয়ঙ্কর খুনী। মায়্দার সৌভাগ্য এখানেই থেমে থাকলো না, জেলে হামলা করলো জোম্বিরা। বাহ, বেশ বেশ।

 কেন পড়বেনঃ আপনি কি হাইস্কুল অব দ্য ডেড এর ফ্যান সার্ভিস এবং হায়াটাসে বিরক্তা? দ্য ওয়াকিং ডেড এর মত একটা প্রপার জোম্বি স্টোরি খুঁজছেনা? তাহলে এই মান্গাটা আপনার জন্য। আর আঁকাটাও দারুন।কেন পড়বেন নাঃ এটা অন্গয়িং মাঙ্গা, অনেকদিন পরপর আপডেট হয়।

 

ম্যাল রেটিং ৮

আমার রেটিং নেই, যেহেতু কমপ্লিট হয়নি।