Kuroko No Basuke (Super Natural event) Explained — Santo Kun

**SPOILER ALERT**

যারা কুরকোদেখেন নাই ১০০ গজ দূরে থাকবেন।

 

অনেকেই কুরকোকে সুপার নেচারাল এনিমে বলে। আমি শুধুমাত্র স্পয়লারের জন্য কিছু বলতে চাই না। আসলে কুরকো কোন সুপার নেচারাল এনিমের ধারে কাছেও না তার ব্যাখ্যা দিব। কিভাবে দিব? যেইগুলাকে সুপার ন্যাচারাল মমেন্ট ধরা হয় ঐগুলা আসলে কি সেটা বুঝাব। কারন উনাদের বুঝার ক্ষমতা নাই দেখার পরেও।

কুরকো নো বাসুকেতে যেসব আবিলিটি ব্যবহার করা হয় সেগুলো হল মিসডিরেকসন, ফেন্টম সর্ট,ভানিশিং ড্রাইব,মিসডিরেকসন ওভারফ্লো, জোন ,ট্রু জোন, এম্পেরর আই,এঙ্কেল ব্রেক,পারফেক্ট কপি । পুরো সিরিজ জুড়ে এগুলোর ব্যবহার আমরা আস্তে আস্তে দেখতে পাই।

মিসডিরেকসনঃ নাম শুনেই বুঝার কথা এটা কি? মিসডিরেকসন হল মানুষের এটেনসনকে কন্ট্রোল করার ক্ষমতা মূলত আপনার চোখকে ধোঁকা দেওয়াটাই এর মূল কাজ। ম্যাজেসিয়ান ম্যাজিক সফল করার জন্য এই টেকনিক ইউস করে। কুরোকো মানুষদের অব্জার্ব করে এবং তার weak presence তার মিসডিরেকসনকে সফল করে তোলে।

KnB 1

মিসডিরেকসন ওভারফফ্লোঃ যখন মিসডিরেকসনের কার্জকারিতা শেষ হয়ে যায় তখন শুরু হয় মিসডিরেকসন ওভারফফ্লো। মিসডিরেকসন ওভারফফ্লো আসলে মিসডিরেকসনের মতই কিন্তু একটু ভিন্ন।শুধু মিসডিরেকসনে কুরকো নিজেকে অন্যদের কাছ থেকে আড়ালে রাখত কিন্তু এবার নিজের প্রেজেন্সকে ঠিক রেখে তার নিজের টিম মেটদের আড়ালে রাখা। এটা করা সম্ভব কুরকো করতে পারে কারন কুরকো তার সারাজীবন মিসডিরেকসন ব্যবহার করে এসেছে। এখানে ঘটনাটা হল সব আটেন্সন কুরকো কেড়ে নিচ্ছে এতে যা ফলাফল পাওয়া যায় সেটা অসাধারণ। হ্যাঁ, মিসডিরেকসন ওভারফফ্লো। এটাই মিসডিরেকসনের আসল শক্তি এটেন্সন কেড়ে নেওয়া বা দূরে সরিয়ে দেওয়া।

KnB 2

KnB 3KnB 4

জোন এবং ট্রু জোনঃ সবার প্রশ্ন এটাই “জোন”। আসলে জোন হচ্ছে মানুষের ব্রেনের চরম পর্যায়ে ফোকাস। কুরকো নো বাসুকেতে জোন তখনি ব্যবহার হয় যখন খেলা চরম পর্যায়ে দাড়ায়। জোন আস্তে আস্তে গভীর হয় কিন্তু জোন মানুষের ৮০ শতাংশ ফোকাস অ্যাবিলিটি কার্জকর করতে সক্ষম। এর পরেই আসে ট্রু জোন। ট্রু জোন ইউজারকে তার ১০০ শতাংশ কার্যকর করতে সক্ষম এবং প্লেয়ারদের মধ্যে যোগাযোগকে চরম পর্যায়ে নিয়ে যায়। ট্রু জোন টিমমেটদের সাহায্য ছাড়া সম্ভব নয়। এগুলোকে কি সুপার ন্যাচারাল মনে হচ্ছে? না। এগুলো বাস্তবিক ব্যাপার আপনি নিজেকে যত ফোকাস করতে পারবেন তত বেশি ভাল ফলাফল আসা করা যায়। বিভিন্ন ধরনের খেলার সময় জোন ট্রু জোন দেখতে পাওয়া যায়। একটা কথা জেনে রাখা ভাল যে কেউ জোনে যেতে পারবে শর্ত হল এক্সট্রিম মোমেন্ট । যেমনঃ মৃত্যু ভয় বা এক্সট্রিম মোমেন্টে অনেকে অনেক অসম্ভব কাজ করে ফেলতে পারে (প্রমাণিত)

KnB 5

ভানিশিং ড্রাইবঃএটি একটি টেকনিক ছাড়া কিছুই না। কুরকোর অব্জার্বেসন ক্ষমতা এবং কাগামির সাহায্যে টেকনিকটি সফল হয়েছে। এটার জন্য কুরকোকে নতুন করে কিছুই শিখতে হয়নি। শুধু একটু ফাস্ট হতে হয়েছে। ধরুন আপনার সামনে একটা খরগোস আর তার পিছনে একটি বাঘ আছে আপনি কাকে নিয়ে ১ম এ চিন্তা করবেন অবশ্যই বাঘকে নিয়ে কারন বাঘ আপনাকে মেরে ফেলতে পারে।ঠিক এই ব্যাপারটাই হল ভানিশিং ড্রাইব। কুরকোকে যদি খরগোস আর কাগামিকে যদি আপনি বাঘ ধরেন তাহলে ব্যপারটা পানির মত পরিস্কার।করুকোর ভানিশিং ড্রাইব সফল হওয়ার জন্য কাগামিকে প্রয়োজন কারন কাগামি টিমের সবচেয়ে টার্গেটেড প্লেয়ার কাগামি কুরকোর পিছনে থাকলে প্লেয়ারের এটেন্সন কিছু মুহূর্তের জন্য কাগামির দিকে চলে যায় ব্যাস এইতো চান্স এখন কুরকে শুধু ভালমতো অব্জার্ব করে তাড়াতাড়ি প্লেয়ারকে পিছনে ফেলে দিতে হবে। এজন্য কিছু মুহূর্তের জন্য কুরকোকে অনেক অনেক ফাস্ট হতে হয় ।তাই বলের উপর এত প্রেসার পড়ে। একারনেই কুরকোর প্রাক্টিসের সময় এতগুলো বল ফেটে যায়।

KnB 6

ফেন্টম সর্টঃ ফেন্টম সর্ট একটি চমৎকার টেকনিক।এটি মিদরিমার ৩ স্টার সর্ট থেকেও অসাধারণ। কুরকো নো বাসুকেতে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে কুরকোর সমস্ত প্লেতে “ভ্যানিশিং” জুড়ে আছে। এটাও তার ব্যাতিক্রম না। ফেন্টম সর্ট এর জন্য দরকার অনেক অনেক প্রাকটিস। ফেন্টম সর্ট নরমাল সর্ট থকে একটু ভিন্ন নরামাল যেকোন সর্ট বাস্কেটে বল ২০-৭০ ডিগ্রিতে(আনুমানিক)পড়ে কিন্তু ফেন্টম সর্টে বাস্কেটে বল ৯০ ডিগ্রির অথবা তার একটু কমে পড়ে। মূল মন্ত্র হল থ্রোতে থ্রো এর সময় বলকে ৯০ ডিগ্রিতে ধরতে হয়। তাই কুরকোর বল ধরাটা ভিন্ন সর্ট এর সময়। ফেন্টম সর্ট ছবিতে এক্সপ্লেইন করা হলঃ

KnB 7KnB 8KnB 9KnB 10

এজন্য মুরাসাকিবারার ব্লক কোন কাজে আসে নি। কিন্তু  ফেন্টম সর্ট ইনভিন্সিবল না। সঠিক টাইমিং এবং প্রেডিকশন দ্বারা ফেন্টম সর্ট আটকানো সম্ভব।এজন্যই কিসে কুরকোর ফেন্টম সর্ট আটকাতে পেরেছিল।

এম্পেরর আইঃ একটা কথা জেনে রাখা ভাল যে এম্পেরর আই ফিউচার দেখতে পারে না বরং ফিউচার প্রেডিক্ট করতে পারে। এম্পেরর আই মিসডিরেকসন এর মতই। অপনেন্টকে প্রেডিক্ট করা খেলার ভিতরে নতুন কিছুই না। আকাসি শুধু অন্যদের থেকে এগিয়ে বা বেটার অপনেন্টকে প্রেডিক্ট করার সময়। ধরুন আপনি আকাশে একটি বল ছুড়ে মারলেন আপনি কিন্তু প্রেডিক্ট করতে পারবেন বলটি কোথায় পড়বে। এখন এর সাথে যদি জোন জুড়ে দেন তাহলে আকাসিতো ইনভিন্সিবল।

এঙ্কেল ব্রেকঃ এম্পেরর আইকে কাজে লাগায়ে যে টেকনিক তৈরি হয় তা হল এঙ্কেল ব্রেক। যদি আপনি অপনেন্টকে মুভমেন্ট প্রেডিক্ট করতে পারেন তাহলে এঙ্কেল ব্রেক সবচেয়ে সোজা টেকনিক।
কৌশলঃ অপনেন্ট যেদিকে মুভ করবে তার বিপরীত দিকে মুভ করতে হবে। অপনেন্ট এর রিফ্লেক্স যতই ভাল হোক না কেন সে তার ব্যালেন্স ধরে রাখতে পারবে না।

KnB 11

পারফেক্ট কপিঃ কিসে প্রচণ্ড পরিমাণে ট্যালেন্টেড তা দেখলেই বুঝা যায়। কিসে তার অপনেন্টের মুভ কপি করতে পারে এবং অপনেন্টের থেকে ভাল ব্যবহার করতে পারে। পারফেক্ট কপি এক্সপ্লেইন করা আসলে সবচেয়ে কঠিন কিন্তু বুজতে পারলে কঠিনের কিছু নেই। আসলে জেনারেসন অফ মিরাকেল এর মেম্বারদের প্রতেকেরই একটি করে বিশেষ ট্যালেন্ট রয়েছে।যেমনঃ আওমিনের খেলার স্টাইল হল Street basketball,কুরকো মিসডিরেকসন, কিসে কপি,মুরাসাকিবারার হাইট হল একধরনের ওয়েপেন(ডিফেঞ্চ),মিদরিমার থ্রো,আকাসির প্লেডিকসন।শুধু যেটা জানা দরকার তা হল কিসেকেন জেনারেসন অফ মিরাকেল কে আগে কপি করতে পারে নি বা হঠাৎ করে আবার করতে পারল কেন?

কিসে তার খেলার স্টাইল ডেবেলপ করেছে কপি করে। কিন্তু জেনারেশন অফ মিরাকেল এর ট্যালেন্ট কিসে কপি করলে তার শরীরের উপর প্রচন্ড চাপ পড়বে। প্রত্যেকটি টেকনিক খুবই হাই লেবেলের যা কিসের বডি সহ্য করতে পারবে না। তাই একটা নির্দিষ্ট টাইম লিমিট রয়েছে পারফেক্ট কপির। এজন্যই আওমিনেকে কপির করার সময় কিসের পা প্রায় ভেঙ্গেই যাচ্ছিল।কুরকোর সাথে তার প্রথম হারের হতাসা,টিমমেট এর উপর বিশ্বাস ও আত্মবিশ্বাস তাকে জেনারেশন অফ মিরাকেলকে কপি করতে সাহায্য করেছে। কিসে সব সময় টেকনিকগুলো কপি করতে পারবে কিন্তু তার শরীরকে আনবিলিবেবল পর্যায়ে ফিট থাকতে হবে,যাতে সে টেকনিক গুলোর সাথে কিপ আপ করতে পারে।

KnB 12

অন্যান্য ব্যাপার সমুহঃ অনেই ভাবছেন যদি কুরকো সুপার ন্যাচারাল এনিমে নাই হয় তাহলে ভানিশিং ড্রাইবের সময় কুরকোকে আমরা ভ্যানিস হয়ে যেতে দেখি কেন অথবা জোনের সময় চোখ এমন হয় কেন বা আকারিস চোখের কালার চেঞ্জ হয় কেন ইত্যাদি। আসলে বাস্তবে এগুলো কিছই ঘটে না সিরিজটা দর্শকদের কাছে ড্রামাটিক আর আকর্ষণীয় করতে এই ধরনের ইলিমেন্ট অ্যাড করা হয়েছে। কুরকো যখন ভানিশিং ড্রাইব করে তখন স্টেডিয়ামে উপস্থিতদর্শক ও অন্যান্য প্লেয়াররা দেখে কুরকো একজন প্লেয়ার কে পাস করে গেল কিন্তু প্লেয়ার কিছুই করতে পারে নি। অন্যান্য টেকনিকও একই ধরনের ঘটনা ঘটে। জোনের সময় চোখ আসলে এমন হয় না এবং আকাসির ২ চোখ সবসময় লাল ছিল আগেই বলেছি এগুলো দর্শকদের কাছে ড্রামাটিক আর আকর্ষণীয় করতে অ্যাড করা হয়েছে। তারপর কুরকোর সাইক্লোন পাস জাস্ট আনাদার কুইক পাস বাট একটু জোরে । আর বাদ বাকি যা আছে ওই ব্যাপার গুলো যারা এনিমে দেখে এমনিতেই বুজতে পারবে। ঐগুলো না বুঝার কিছু নেই।

KnB 13

ধন্যবাদ।

 

Denpa Onna to Seishun Otoko [Review] — Santo Kun

রহস্য কার না পছন্দ?মানুষের জীবন এইদুনিয়া সবই রহস্যে ঘেরা। আপনি যদি বলেন আপনি ভয় পান না বা ভূত,এলিয়েন ইত্যাদিতেবিশ্বাস করেন না তাহলে আপনি মিথ্যা বলছেন। আপনি যতই বলেন না কেন বিশ্বাস করেন না মনেরভিতরে কোন এক অংশ জিনিসগুলোকে পুরোপুরি ভাবে ফেলে দিতে পারে না। ৯৯ শতাংশ যদিবাস্তবে মন দেয় তাহলে অন্তত ১ শতাংশ সমস্ত অবিশ্বাস্য জগতে বিশ্বাস করে। এবং তাসঠিক সময়ে বের হয়ে আসে।রিয়ালিটি এমনই কেমন জানি একটা বন্ধ ঘরে আটকানো। ঘরের মধ্যেরঘুরাঘুরি করা যায় কিন্তু অবাস্তবতাকে ওপারে কল্পনায় রেখে দিতে হয় যা শুধু অনুভবকরা যায়।

Denpa Onna to Seishun Otoko 1

ধরুন হঠাৎ করে কেও একজন নিজেকে এলিয়েনদাবি করে বসলো। আপনি কি পারবেন তাকে বিশ্বাস করতে? বা হেসে উয়িয়ে দিতে? মানুষের মনকল্পনা প্রেমি তাই কিভাবে জানি এসব বিষয় কে বিশ্বাস করতে গিয়ে নিজে নিজে বাস্তবেরসাথে মিলিয়ে অবাস্তবতাকে প্রকাশ করে। এইটাকেই আমরা “Coincident” বলি।

Denpa Onna to Seishun Otoko 2

তেমনি এক চরিত্র তউয়া এরিও যে নিজেকেএলিয়েন মনে করে।স্বাগতম আপনাকে এমন এক শহরে যেখানে এলিয়েন আনাগোনা বেশি বলে মনেকরা হয়। এ শহরে নাকি এলিয়েন দেখা যায় এবং এলিয়েন মানুষদের তুলে নিয়ে যায়।আপাদেনএরিও-চান নাকি তাদের মধ্যে একজন। এরিও চান প্রায় অর্ধেক বছর নিখোঁজ ছিল সমুদ্রেএবং এই অর্ধেক বছরে তার সাথে কি হয়েছে এসব তার কিছুই মনে নেই। সে মনে করে এসব তারসাথে এলিয়েন করেছে। এরিও চান একটু অদ্ভুত ধরনের নিজেকে ফুটনের মধ্যে জরিয়ে রাখেকাউকে তার চেহারা দেখতে দেয় না।তার ঘরে তাকে কেউ নোটিস করে না যা মাকতো কুন কে খুববিস্মিত করে।

Denpa Onna to Seishun Otoko 3

মাকতো কুন হল এরিও চান এর কাজিন। তার বাবামা বিস্নেস ট্রিপ এ গেলে তাকে তার অ্যান্টির বাসার শিফট হতে হয়।এবং সেখানে তাকেঅনেক পরিস্থিতির মধ্যে দিয়ে জীবন কাটাতে হয়। কাহিনী মাকতো কুন কে ঘিরে। এরিও চানকে যখন সে প্রথম দেখে তখন তার চোখ কে বিশ্বাস করতে পারে না কেও এত সুন্দর কিভাবেহতে পারে। কে তুমি? এলিয়েন? নাকি এক সুপ্ত রাজকুমারি? আসলেই এরিও চান অনেকসুন্দরী।জ্যোৎস্না রাতে চাঁদেকে আরাল করে বাতাসে উরে যাওয়া আকাশী চুলের বাহার যেকারও মনকে কেড়ে নিবে। আপনি বোধহয়ই এমন সুন্দর এনিমে চরিত্র খুব কমই দেখেন।কাওাইনেস ওভারলোড তার চেহারা আর কণ্ঠে।

Denpa Onna to Seishun Otoko 4

সিরিজটা একটু স্লো হলেও প্রত্যেক মুহূর্তএঞ্জয় করার মত। স্লাইস অফ লাইফ এনিমে কিছুটা এমনই হয়। এনিমের ওপেনিং আর এন্ডিং হল সেরা কিউট ওপেনিং আর এন্ডিং। আমার মনে হয় না আর কোন এনিমেআছে যার ওপেনিং আর এন্ডিং।

ওপেনিং লিঙ্ক:

এন্ডিং লিঙ্ক:

Denpa Onna to Seishun Otoko 5

এনিমেটি এনিমেশন করে Shaft Studios। সাফট স্টুডিও  কিছু পপুলার কাজ হল মনোগাতারি সিরিজ,নিসেকই, মাদোকা মেজিকাইত্যাদি। তাহলে বুজতেই পারছেন এনিমেশন কোয়ালিটি কেমন হবে এবং প্রত্যেকটি চরিত্রকেকত সুন্দর করে উপস্থাপন করা হবে।তাই এরিও চান সহ অন্যান্য মেয়ে চরিত্রের দিক থেকেচোখ সরানো মুশকিল।এনিমে স্লাইস অফ লাইফের সাথে কিছু সাইফাই মিশানো তাই তাইঅন্যান্য স্লাইস অফ লাইফ থেকে একটু ভিন্ন তা আপনারা এনিমের কনসেপ্ট পড়ে বুঝে গেছেনআই হোপ।

ধন্যবাদ।

এনিমে ডাউনলোড লিঙ্ক= https://kissanime.to/Anime/Denpa-Onna-to-Seishun-Otoko

Anime information:
Name: Denpa Onna to Seishun Otoko
Episode:12+1 special
Status: Complete
Source: Light novel
Genres: Comedy, Sci-Fi, Seinen, Slice of Life
Mal Score: 7.37
Personal Score: 8

Hanayamata [রিভিউ] — Santo Kun

Hanayamata 1

Anime name: HANAYAMATA

MAL Information:
Type: TV
Episodes: 12
Status: Finished Airing
Genres: Comedy, School, Seinen, Slice of Life
MAL Statistics:
Score: 7.45
Ranked: #1698
Popularity: #993
Personal score: 8.00 (অবশ্যই MAL থেকে একটু বেশি দেওয়া লাগে কারন আমার ফেভারেট। তেহে!! )

স্পেশাল এমন কি আছে আমাদের প্রধান চরিত্র নারু সেরকিয়ার মধ্যে? সবইতো সাধারণ, না আছে অন্যান্য এনিমে ক্যারেক্টারের মত সুন্দর চেহারা, না আছে ট্যালেন্ট।

Hanayamata 2

“Petals fluttering, the cherry blossoms are in full bloom. The encounter I had on that moonlit night changed my life”

এনিমের শুরুটা এইভাবেই। নারু সেকিয়া ১৪ বছর বয়সী একজন সাধারণ মেয়ে। তার জীবনটাও অনেক সাধারণ। প্রত্যেকদিন একই রকম কোন নতুনত্ব নেই। সবারই একটা লক্ষ থাকে কিন্তু নারুর বেলায় তা ভিন্ন। কিছু করার ইচ্ছা থাকলেও প্রথম স্টেপটা নিতেই ভয় পায় সে। খুবই লাজুক ধর্মী। যেখানে তার বান্ধবীরা তাদের সর্বস্ব ঢেলে দিচ্ছে সেখানে নারু শুধু পিছনে থেকে তাদের প্রশংসা করে যাচ্ছে। আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে তার মধ্যে।

“I was hoping something would change once I started middle school, but….”

Hanayamata 3

এই কিন্তুটাই ঘটে এক জ্যোৎস্না রাতে এক পরীর সাথে দেখা পেয়ে। পরী তাকে অন্য জগতে নিয়ে যাবে,তার সব ইচ্ছা পূরণ করবে। এসবই নারুর চিন্তা ভাবনা কারন ছোট বেলা থেকে ফেইরি টেইল পছন্দ ও বিশ্বাস করে। নিজের চিন্তার সাথে খাপ খায়িয়ে পরীকে বলতে থাকে তাকে অন্য জগতে নিয়ে যেতে। সেখানে কিছু ঘটনা ঘটে। এবং নারু শেষে সেখান থেকে পালিয়ে চলে আসে।

সেই লম্বা হলদে চুল, টানা টানা চোখ , সুন্দরী পরীর মত দেখতে মেয়েটা হল “হানা”। পরের দিনেই স্কুলে তাদের দেখা হয়। হানা আমেরিকা থেকে এসেছে, ছোট বেলায় জাপানে থাকা অবস্থায় ইয়াসাকই নাচ দেখে মুগ্ধ হয়। সেখান থেকেই ইয়াসাকই নাচের লক্ষ ঠিক করে । এবং সেই জ্যোৎস্না রাতে সে ইয়াসাকই নাচই করছিল , ভাগ্য ক্রমে নারুর সাথে তার দেখা… নারুকেও নাচের জন্য আমন্ত্রন জানায় সে কিন্তু নারু সেখান থেকে পালিয়ে আসে এই ভেবে সে কোন কিছুই করতে পারে না। হানা নারুর কথা শুনে কিছু বুজেনি কিন্তু তাকে প্রমিস করে বসে সে তার জন্য ফিরে আসবে। তাই পরের দিনই নারুকে আবার আমন্ত্রন জানায় ইয়াসাকই নাচের জন্য।

Hanayamata 4

এছাড়া অনেক ইন্টারেস্টিং চরিত্রের সাথে পরিচয় হবে এনিমেতে। এনিমেতে দেখার বিষয় হল নারুর ক্যারেক্টার ডেভ্লপমেন্ট , ভিসুয়াল, ওএসটি, ওপেনিং এবং এন্ডিং । তাছাড়া এনিমেরে কাহিনীটা অনেক বাস্তবধর্মী । অনেক সুন্দর করে প্রতিটি ইমসন এর বহিঃপ্রকাশ ঘটেছে। প্রত্যেকটি সিচুয়েসনে ওএসটি গুলো পারফেক্ট আর ওপেনিংটা অনেক জোস। আপনাদের পার্সনাল ফেভারিট হয়ে যেতে পারে। ওভার অল অনেক ভাল একটা এনিমে ।এনিমেটা দেখা শেষে মনে একপ্রকার শান্তি অনুভব করেছিলাম। এই ফিলিংস গুলো Slice Of Life এনিমে থেকে ভাল পাওয়া যায়।

ও আরেকটা কথা এনিমের নামটা আমার কাছে অনেক কুল লেগেছে(হানায়ামাতা)। নামের আসলে কোন অর্থ নেই এনিমের প্রধান ৫টি চরিত্রের নামের কম্বিনেসন এ নামকরন। হানার “হা” নারুর “না” মাচির “মা” ইয়ায়ার “ইয়া” আর তামির “তা” “হানায়ামাতা”

যারা এনিমেটা দেখেননি আসা করি দেখবেন।

ধন্যবাদ।

 Hanayamata 5