মাঙ্গা:ইয়োতসুবাতো! ( Yotsubato! )
ভলিউম : ১৩
চ্যাপ্টার : ১০১
মাইএনিমেলিস্ট রেটিং :৮.৯
আমার রেটিং : ৯
র্যাংক : ১৭
জনরা: Comedy, Shonen, Slice of Life
মাঙ্গাটির প্রধান চরিত্র ইয়োতসুবা কোইওয়াই (Yotsuba Koiwai)। প্রতিটি দিনকে সবচেয়ে মজাদার ও উপভোগ্য করে তোলে সে। প্রতিটি কাজকে মজার সাথে করা, নতুন নতুন জিনিস শেখা, বড়দের মত ভাব করা এসব দেখে না হেসে থাকা যায় না।
গ্রীষ্মের রোদে মুখে হাসি নিয়ে সে শহরে পৌঁছাল। ৫ বছরে এর পিচ্চি মেয়েটি দাদীর বাসা থেকে বাবা ইয়োসকে কোইওয়াই (Yousuke Koiwai) এর সাথে শহরে আসে তাদের নতুন ঘরে। রাস্তায় বড় বিল্ডিং, স্কুল আর শহরের পরিবেশ দেখে সে খুশিতে উত্তেজিত হয়ে পড়ে। নতুন বাসায় পৌঁছানোর পর দেখা হয় তার বাবার ছোটকালের বন্ধু জাম্বোর (Jumbo) সাথে। আস্তে আস্তে তাদের প্রতিবেশীদের সাথে পরিচিত হয় এবং নিমিষের মধ্যেই তাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে ইয়োতসুবা। সাধারানত ইয়োতসুবার দিনের বেশিরভাগ মুর্হুত কাটে তার প্রতিবেশীদের সাথে। ইয়োতসুবার প্রতিবেশী হলো আয়াসে পরিবার (Ayase Family)। বাবা-মা আর ৩ বোন এর পরিবারে ইয়োতসুবাও একজন সদস্য। বড় বোন আসাগি আয়াসে (Asagi Ayase) দেখতে যত সুন্দর কাজকর্মেও তত ফাজিল। সবাইকে বিরক্ত করে বেড়ানো আর ইয়োতসুবার সাথে মজা করায় এক্সপার্ট। মেজো বোন ফুকা আয়াসে (Fuuka Ayase) পড়ালেখায় ভালো, কর্মঠ, দায়িত্বশীল এবং স্কুলে ভাইস প্রেসিডেন্ট। ফুকার দিন কাটে অন্যদের সেবা করে আর অড ধরনের T-shirt পরে। ছোট বোন এনা আয়াসে (Ena Ayase) ইয়োতসুবার কাছের বয়সের হওয়ায় সে আর তার বান্ধবী মিউরা হায়াসাকা (Miura Hayasaka) ইয়তসুবার সবচেয়ে ভাল খেলার সঙ্গী। স্বভাবে সবচেয়ে ভাল আর ইয়োতসুবাকে নানা ধরণের ভাল জিনিস সেখানো মাধ্যমে তাদের দিন আর মজার করে তোলে। ইনা আর মিউরার তৈরি কার্ডবোর্ড রোবট ডানবো (danbo) ইয়োতসুবার অনেক কাছের বন্ধু।
মাঙ্গাটি পড়ে প্রত্যকটি মুহুর্ত হেসেছি আর পরের চ্যাপ্টারে এই পিচ্চি কী কী মজা করবে তা জানার জন্য আগ্রহে পরের চ্যাপটার পড়ে ফেলেছি। বাবার সাথে ইয়োতসুবার মজা করা, তার জন্য আয়াসে পরিবারের ভালবাসা দেখে অনেক ভাল লাগে। এভাবে ইয়োতসুবার সাথে আরও অনেকজনের পরিচয়, তাদের সাথে মজা করা আর নতুন নতুন জায়গায় ঘুরে বেড়ানো ইয়োতসুবার প্রিয় কাজ, নতুন নতুন এডভেঞ্চারে যাওয়া সবই উপভোগ্য।
# মাঙ্গাটি কেন পড়বেন? “ইয়োতসুবাতো!” মাঙ্গাটার ভাষা সহজ, যে কেউই পড়তে পারবে। সবচেয়ে গুরত্বপুর্ণ বিষয় হচ্ছে প্রত্যকটা চ্যাপ্টার মজার মজার জোক্স দিয়ে ভরা আর ইয়োতসুবার ভুল জাপানিজ ভাষা দেখে না হেসে থাকা যাবে না। আর্ট অনেক ভাল। ইয়োতসুবার কিউট কিউট কাজকর্ম আর নানান উৎসবে নানান ধরণের পোশাকে দেখে স্ন্যাপশট নেওয়া ছাড়া আর উপায় নাই। সময় নিয়ে মাঙ্গাটি পড়ে ফেলবেন। আর স্কেচটা কেমন হয়েছে বলবেন। ε( ε ˙³˙)з.。oO


