Best Psychological/Mystery Anime (2014) – Zankyou no Terror

২০১৪ সালের সবথেকে বেশি আশা-ভরসার এনিমে ছিল সম্ভবত জাঙ্কিউ নো টেরর (টেরর ইন রেজোন্যান্স), এর পিছনে ছিল কাউবয় বিবপ-সাকামিচি নো আপালোন খ্যাত ওতানাবে শিনিচিরো আর ইউক্কো কান্নোর মত বিখ্যাত নাম… চমকপ্রদ কাহিনী আর বেশ প্রমিজিং স্টার্টিং দিয়ে শুরু থেকেই দর্শকদের মাতিয়ে রেখেছিল এই এনিমেটি… আর এর সবথেকে বড় এস্পেক্ট সম্ভবত রোম খাড়া করে দেবার মত দূর্দান্ত সাউন্ডট্র্যাক। ক্যারেক্টার, ইন্টারেস্টিং প্লট, ক্যাপটিভেটিং ডেভেলপম্যান্ট সবদিক দিয়েই এ+ এই এনিমেটিই বিপুল ভোটের ব্যবধানে দখল করে নেয় বছরের সেরা সাইকোলজিক্যাল/মিস্ট্রি ক্যাটেগরিতে প্রথম স্থানটি… অতিরিক্ত এক্সপেক্টেশন আর কিছু প্লটহোল/ফ্ল এর এক্সপেক্টেড কোয়ালিটিকে কিছুটা প্রশ্নবিদ্ধ করলেও এটি যে বছরের অন্যতম সেরা এনিমে এতে কোন সন্দেহের অবকাশ নেই। সাইকোলজিক্যাল জনরায় বছরের অন্যতম সেরা সংযোজন ছিল টোকিও ঘুল, বেশ জনপ্রিয় মাঙ্গার এই এডাপটেশনের প্রতি অনেক বেশি এক্সপেক্টেশন ছিল প্রথম থেকেই, হয়ত পুরোপুরি মেটাতে পারে নি, কিন্তু খুব কম দেয় নি দর্শকদের এনিমখোর টপচার্টে দ্বিতীয় হওয়া এই এনিমেটি… এছাড়াও সাইকোলজিক্যাল/মিস্ট্রি দুনিয়ায় তুমুল সাড়া ফেলে দেওয়া সাইকো পাসের দ্বিতীয় সিজন আর হানামনোগাতারি-মনোগাতারি সেকেন্ড সিজনও ছিল দর্শক আগ্রহের শীর্ষের দিকে।

5-best-psychological-mystery