উসুই তাকুমি। Shoujo hero দের মাঝে আমার সবচেয়ে পছন্দের character গুলোর একটি। ও হচ্ছে যাকে বলে পুরো perfect. আমার সাধারনত perfect চরিত্র ভাল লাগে না। উসুই exception. তার কারণ হল উসুই অনেক মজার। ওর কাজকর্ম আমার অনেক মজা লাগে। মিসাকির মত iron lady কে ঝামেলাতে ফেলে দিতে পারে শুধু উসুই একাই। নিজে মিসাকিকে জ্বালাতে খুব পছন্দ করলেও, অন্য কেউ মিসাকির সাথে ঝামেলা করতে আসলে খবর আছে। স্কুলের সবচেয়ে popular boy হয়েও সর্বদা একজনের প্রতিই loyal. সবসময় মিসাকির খেয়াল রাখে। মিসাকিকে support দেয়। মিসাকির জন্য তিন তলার ছাদ থেকেও লাফ দিয়েছিল। এই outer space alien আবার violin ও বাজায়, রান্নাও করে। violin এর প্রতি আমার আকর্ষন অনেক পুরানো। সেই সাথে table manner এর ব্যাপার গুলোর প্রতি interest আছে। স্বাভাবিকভাবেই উসুই এর এসব জিনিসের জ্ঞান আমাকে impress করেছিল। তবে আসল জিনিস ওটাই –মিসাকির পাশে থাকা। নিজের আপন মা এর থেকে দূরে, বন্দী ঘরে বড় হয়ে উঠা একজন ছেলে finally কারো কাছে affection পেয়ে কিভাবে নিজের সর্বস্ব ঢেলে দেয় সে একজনের জন্য সেটা সত্যিই দেখার মত। যারা আনিমে টা দেখেছেন তারা হয়ত এই comment এর সাথে একমত হবেন না, কিন্তু মাঙ্গা টা পড়ে দেখলে অনেকটাই একমত হওয়ার কথা।
PS: মিসাকিও কম যায় না। আমার খুব বেশি পছন্দের একটা মেয়ে।
One thought on “উসুই তাকুমি by Zahura Chowdhury Abonti”
Leave a Reply
You must be logged in to post a comment.
looks like need to read the manga
but nicely said! 