***কানজি কানজি কানজি***
আজকের কানজি “建”
কুনইয়োমি ( জাপানিজ রিডিং): “তাতেরু” (たてる) অনইয়োমি (চাইনিজ রিডিং):”কেন”(けん)
“তাতেরু”(建てる) মানে to build…এই কানজি টা লিখে “তেরু” হিরাগানা দিয়ে লিখতে হয়…এটা একটা ভার্ব… (যে কোন verb/adjective এর রুট টা কানজি দিয়ে লিখতে হয় আর শেষে যাইই থাকুক হিরাগানা দিয়ে লিখতে হয় যেমনঃ এখানে “তেরু” আছে)
“তাতেমোনো” (建物) মানে “building” …. এখানে “তাতে”র জায়গায় এই কানজি বসে…
“কেনসেতসু” (建設) মানে “construction” এখানে “কেন” এর জায়গায় এই কানজি বসে..
কানজির ছবি স্ট্রোক অর্ডারসহ দেয়া হলঃ