এফ এ সি ৬ By Farsim Ahmed

 

রান্ডম টপিক

গানে গানে বিশ্বায়ন

 

 

আনিমের অরিজিন জাপানে, কিন্তু তারমানে এই না যে তারা যেসব গান আনিমেতে ইউজ করে তার সবই জাপানি। আনিমেতে ইংলিশ গান আছে(ইংরিশ নয়), যেমন তমোকো তানের ব্রোকেন উইংস, ল্যাটিন গান আছে, যেমন কুমিক নোমার লিলিয়াম, জার্মান গান আছে, যেমন মিকা কোবায়াশির বিয়ক। তবে আপনি কি জানতেন আনিমেতে একটা  পুরো ৩মিনিটের হিন্দি গানও আছে? চলে যান এই লিঙ্কে। http://www.youtube.com/watch?v=z9gFeeIanr8

 

আশা করা যায় অচিরেই বাংলা গানও আনিমেতে ব্যবহৃত হবে।

 

আনিমে সাজেশন

গিন্গা এইয়ু দেন্সেত্সু (Ginga Eiyuu Densetsu/Legend of the Glactic Heroes)

 

 

বছরের পর বছর ধরে গ্যালাক্টিক এম্পায়ার এর সাথে যুদ্ধ চলছে ফ্রি প্লানেট্স এলায়েন্সের।উভয় পক্ষেরই প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, তবে গ্যালাক্টিক এম্পায়ার কিছুটা হলেও আপার হ্যান্ড পেয়েছে। এমনি অবস্থায় দৃশ্যপটে নতুন রং লাগলো, যখন উভয় পক্ষ পেল নতুন কমান্ডার, রাইনহার্ড ফন লোহেন্গ্রাম এবং ইয়াং ওয়েনলি। দুই অসাধারণ ধূর্ত নেতা বসলো দাবা বোর্ডের দুই পাশে, যেখানে দাবার বোর্ড হচ্ছে ইউনিভার্সাল স্কেলের, আর সৈন্য সামন্ত হচ্ছে মহাভারতের অক্ষৌহিনী স্কেলের। তাহলে শুরু হোক খেলা।

কেন দেখবেনঃএটা অনেকটা ডেথ নোটের মত, একজন চাল দিচ্ছে, আরেকজন কাউন্টার চাল দিচ্ছে সমান মাপের।

কেন দেখবেন না:একটু লম্বা আনিমে, ১১০ পর্বের, কিছু কিছু জায়গা বোরিং লাগতে পারে।

 

ম্যাল রেটিং ৯.০৯

আমার রেটিং ৯

 

মাঙ্গা সাজেশন

জোম্বি পাউডার (Zombie Powder)

 

 

মৃতকে বাঁচানোর অদ্ভুত এক উপাদান, জোম্বি পাউডার। এটা যে শুধু মৃতকেই বাঁচাতে পারে তা নয়, এটা জীবিত লোককে করে দিতে পারে অমর। এর সন্ধানে নামল জন এলউড, লক্ষ্য তার মৃত বোনকে বাঁচানো। পথে দেখা হয়ে গেল সোর্ড ফাইটিং এর বিশেষ স্টাইল এর মাস্টার আকুতাবি গামার সাথে, সঙ্গে যোগ দিল ওস্তাদ গানম্যান সিটি স্মিথ, যাদের উদ্দেশ্য এবং অতীত রহস্যাবৃত। তারা কি পারবে জোম্বি পাউডার এর উত্স, ১২টি মৃতের আংটি উদ্ধার করতে?

কেন পড়বেনঃএটা তিতে কুবোর প্রথম দিকের মাঙ্গা, প্রচুর ব্লিচ ভাইব, এবং ইনটেনস অ্যাকশন পাবেন।

কেন পড়বেন নাঃকাহিনী শেষ হয়নি, ওপেন এন্ডিং। বানিজ্যিকভাবে অসফল হওয়ায় মান্গাটা ক্যানসেল করা হয়েছিল।

 

ম্যাল রেটিং ৭.৪৪

আমার রেটিং ৭

 

এফ এ সি প্রচারিত হচ্ছে প্রতি সোমবার।

 

 

এফ এ সির অন্য পর্বগুলো পাওয়া যাবে এখানে-http://www.animeloversbd.com/tag/%E0%A6%8F%E0%A6%AB-%E0%A6%8F-%E0%A6%B8%E0%A6%BF/

 

Comments