A V’s Random Suggestion: Saint Seiya The Lost Canvas

「Presenting “Saint Seiya The Lost Canvas”」 ↓

★বেসিকস্ঃ
Saint Seiya এর কাহীনিটা গ্রীক মিথোলজির গডদের নিয়ে,
সুপ্রাচীন আমল থেকে প্রতি ২০০ বছর পর-পর যুদ্ধের দেবী আতিনা এবং পাতালদেব হেইডিসের মধ্যে Holly-war সংগঠিত হয়ে আসছে। আতিনার হয়ে যারা যুদ্ধ করে তাদেরকে বলাহয় সেইন্ট।। এসব সেইন্টরা ১২ ভাগে বিভক্ত হয়ে ১২ জন Zodiac Lord এর অধীনে থাকে। ঐ ১২ জনকে বালাহয় গোল্ড সেইন্ট (Aries ,Taurus ,Gemini ,Cancer ,Leo ,Virgo , Libra ,Scorpio ,Sagittarius ,Capricorn ,Aquarius & Pisces). তারাই আতিনার আইন-শৃঙ্খলা ও শান্তি রক্ষা কমেটি।

অপর দিকে হেইডিসের যোদ্ধাদের বলাহয় স্পেক্টারস, যারা কিনা পাতালদেব হেইডিসের বদৌলতে অমরপ্রায়। হেইডিস তাদের অগনিতবার পূনরুত্থান করার ক্ষমতা রাখে।

★SSLC:
======
তো SSLC এর কাহীনি এমনই এক যুদ্ধকালীন সময়ের, সিলভার সেইন্ট “পেগাসাস” টেনমা ও তার ২ বন্ধু সাশা (পরবর্তীতে আতিনা) এবং এলোন (পরবর্তীতে হেইডিস) কে ঘিরে।

The story is a bit Simple but catching & Enjoyable. SSLC is the prequel of all saint seiya series.

★শানেনুযূলঃ
========
কিছুদিন আগে এক ছোটভাই প্রশ্ন করেছিল “ভাই, SS এত unpopular কেন, manga-টা Shounen Jump-এর হওয়া স্বতেও?” আমিও চিন্তা করলুম “আসলেই তো কেন?”

হয়তো ব্যটেল গুলো অন্যান সৌনেন গুলোর চাইতে একটু কম Detailed বলে।
(মূল সিরিজটা না দেখে এর সঠিক উত্তর দিতে পারলাম না।)

Comments