Coffee With Asif (CWA): Sports Corner – পর্ব ৪ – Over Drive

Over Drive

এনিম – Over Drive

রিলেটেড স্পোর্টস – সাইক্লিং
অবস্থা – Completed
টোটাল এপি সংখ্যা – ২৬
রিলেটেড এনিম – Yowamushi Pedal

স্টোরি লাইন

“আমাদের বাই সাইক্লিং ক্লাবে জয়েন করে ফেল” – ফুকাজাওয়া; শিনোজাকি মিকোতোর সিক্রেট ক্রাশ মিকোতোকে বলে।

দুর্ভাগ্যক্রমে হাই স্কুল স্টুডেন্ট হওয়া সত্ত্বেও মিকোতো বাইসাইকেল চড়তে জানে না (আমিও জানি না; শরমের কথা বার্তা :/ ); যে কোন খেলাধুলায়ই তার সফলতা শুন্যর কোঠায়(আমারও 🙁 )। তারপরেও ফুকাজাওয়ার কথা মত ক্লাব সমন্ধে কোন আইডিয়া না নিয়েই সে বাইসাইকেল ক্লাবে জয়েন করে। দুই সেনপাই ইয়োসকে আর তেরাও এর সাথে সাইকেলের পেডালের চাপ দিতেই তার সামনে খুলে যায় অন্য এক জগত; নিজেকে আবিষ্কার করে নতুন ভাবে !!! চুড়ান্ত ব্যার্থতা আর আনন্দ হাসি কান্না সকল আবেগের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় চুড়ায় !!!

কেন দেখবেন –

অনেক এনিমের অনেক পর্বই মাঝে মাঝে রিভিশন দেওয়া হয়; এর মধ্যে ওভার ড্রাইভের ১৮ তম পর্ব সবার উপরে। এই পর্বটা কতশত বার যে দেখসি তার হিসাব নাই !!! কেন দেখবেন এ একটা কথাই শুধু বলতে পারি – ২৬ পর্বে শেষ হওয়া স্পোর্টস এনিমগুলার মধ্যে আমার সবচেয়ে, সবচেয়ে প্রিয় এনিম ওভার ড্রাইভ। 🙂

কেন দেখবেন না-

শুরুটা ভাল রকম স্লো; ১ম ৮-৯ পর্ব শুধু সেটাপ। যদিও এর পুরোটাই সুদে আসলে পুষিয়ে দিয়েছে শেষ ৭-৮টা পর্ব; ২৬ পর্বের একটা এনিমের জন্য তারপরেও এইটা একটা serious sin. এছাড়া আবেগ; স্টোরিলাইন সব কিছুই খানিকটা চাইল্ডিশ (most of the sports anime ই তাই); তারপরেও চাইল্ডিশ জিনিসে এলার্জি থাকলে সিরিজটা এভএড করে যাওয়াটাই উত্তম !!!

Opening Song- https://www.youtube.com/watch?v=BtNA5ubzps8

এইটা আসলে একটা AMV এর লিঙ্ক; গানটা সিঙ্গেলভাবে পাইলাম না বলে AMV টাই দিলাম। AMV টা প্রোবাবলি one of the worst (আমার বানানোগুলা হিসাবে আন্তেসি না; তাইলে দুনাইয়ার কারোরই লাস্ট হবার কোন চান্স নাই 😀 ); তবে গানটা যে কোন এনিমে শোনা আমার সবচেয়ে প্রিয় গানগুলোর একটা; কারণটা এনিমের ১৮তম পর্ব শেষ করতে পারলেই পরিষ্কার হয়ে যাবার কথা !!!

পাব্লিক রিএকশন (গৌরব রয়):-

Eyshild 21 যাদের ভালো লাগছে , OVer drive তাদের মনে হয় ভালও লাগবে বলে আশা রাখি।২৬ এপিসোডের একটা এনিম।কাহিনি খুব ফাস্ট ।সাইক্লিং নিয়ে।এবং খুব বড় না।কিন্তু আমার মনে হয়ছে যে কাহিনি পুর্নতা পেয়ছে ।এক রাতের মদ্ধে দেখে শেষ করে ফেলা যাওয়ার মত এনিমে। আর্ট স্টাইল যথেস্ট ভাল। নায়ক্টার সাথে হিট্ম্যান রিবর্ন এর সুনা এর মিল আছে ।নায়ক কে অতি মাত্রায় জিনিয়াস দেখায় নাই ।আর অবাস্তব করে নাই কাহিনি টা।তবে নায়কের নায়ক সুল্ভ কিছু জিনিশ তো থাকেই,এবং সেটার বহিপ্রকাশ অনেক ভাল ছিল। ব্যাস্ততা এর মাঝএ দেখে অন্তত মনে হবে যাক সময় টা মনে হয় নস্ট হয়নি…….

আমার রিএকশন-

বস বস এবং বেশি বস !!!  

ছায়া অবলম্বনে-

অন্য সব টিপিকাল ২৬ পর্বের স্পোর্টস এনিমের মতই; পুরো ফর্মুলা মেনেই করা; শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিকের দুর্দান্ত ব্যাবহার এই সিরিজটাকে আলাদা মাত্রা দিয়েছে।

রেসিং ট্রিভিয়া- 

# প্রথম বাই সাইকেল রেস হয় আনুমানিক ১৮৬৮ সালে; প্যারিসে। প্রায় ১২০০ মিটারের রেস ছিল এটি।  

# জেমস মুর নামক জনৈক ভদ্রলোক এই রেসটি জিতে নিএছিলেন।  

# L’auto নামক ম্যাগাজিনের বিক্রি বাট্টা বাড়াতে ১৯০৩ সালে প্রথম আয়োজন হয় সাইক্লিং এ সবচেয়ে মর্যাদাশীল প্রতিযোগিতা Tour de France এর ।

# প্রায় ২১ দিন ব্যাপি চলা এই প্রতিযোগিতার বর্তমান ভার্শনে বিভিন্ন ধাপে পাড়ি দিতে হয় প্রায় ৩২০০ কিমি পথ।

# দুই বিশ্বযুদ্ধ ছাড়া প্রতিবছরই আয়োজন হয়ে আসছে এই প্রতিযোগিতার।

# ২১ দিন এবং ৩২০০ কিমি পথ হলেও শেষ পর্যন্ত কিন্তু বিজয়ী নির্ধারণ হয় সেকেন্ড বা মিনিটের পার্থক্যেই !!! ১৯৮৯ সালে ১ম এবং ২য় স্থান অধিকারীর মধ্যে সময়ের পার্থক্য ছিল ৮ সেকেন্ড !!!

 

– CWA প্রচারিত হচ্ছে প্রতি শুক্রবার; এনিমখোরে!! আমাদের আর কোথাও কোন শাখা নেই !!! স্পোর্টস এনিম নিয়ে আপনার যে কোন আবদার; আবেদন; আহ্লাদ; হুমকি; জিজ্ঞাসা – সব কিছুই জানাতে পারেন আমাদের; আমরা তার সমাধান দেবার চেষ্টা করব কোন না কোন সময় ইনশাল্লাহ !!! আমাদের সাথেই থাকুন !!!

Comments