Honey and Clover anime review by Munim Dipto

এনিমে : Honey and Clover
জানরা (genre): রোমান্স, স্লাইস অফ লাইফ, কমেডি, ড্রামা
আমার লেখা জীবনের প্রথম রিভিউ। আশা করি সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে পড়বেন।
মোট ২ সিজনের এনিমে। আমি ২ টা মিলিয়েই লেখলাম। অনেকেই হয়ত দেখেছেন। যারা দেখেননি তাদের জন্য লেখা।

গল্প (story): স্লাইস অফ লাইফ এনিমের ক্যাটাগরি তে এই এনিমে টাকে নিঃসন্দেহে একটা মাস্টারপিস বলা যায়। স্টোরি তে কমেডি, ড্রামা এবং রোমান্স এর পারফেক্ট কম্বিনেশন আছে। প্লট টুইস্ট একটু কম মনে হলেও স্বাভাবিক পর্যায়ে রাখা হয়েছে। এনিমের শুরুতে ভিউয়ার এর কাছে স্টোরি একটু খাপছাড়া মনে হতে পারে। তবে পরবর্তীতে প্রতিটি ঘটনার ব্যাখ্যা দেওয়া হয়েছে। ভালোবাসা যে শুধু লাভারদের মধ্যে ছাড়াও হতে পারে এই এনিমেটা দেখলে বোঝা যাবে। মাতৃস্নেহ, ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা, ছাত্রের প্রতি শিক্ষকের ভালোবাসা, বন্ধুত্ব, ত্যাগ সবকিছুর সংমিশ্রণে এনিমেটা তৈরি করা হয়েছে। একটা আর্ট ইউনিভার্সিটির কয়েকজন গরীব ছাত্রছাত্রীর জীবনের গল্প নিয়ে এই এনিমে। তারা জীবনের অর্থ খোঁজে, জীবনে বেঁচে থাকার মানে খোঁজে। ছোটবড় বাঁধা পেরিয়ে তারা তাদের স্বপ্নের পিছনে ছোটে। আর দশটা সাধারণ এনিমের মতো এতে হয়ত তেমন উত্তেজনাকর প্লট নেই। তবে সম্পূর্ণ ন্যাচারাল স্টোরি, সম্পূর্ণ ইউনিক স্টোরি। দেখা শেষে কেউ রিগ্রেট করবে না পার্সোনাল গেরেন্টি দিলাম
MY SCORE: 10/10

শব্দ (sound): এনিমেটা ভাল লাগার অন্যতম কারন এর ব্যাকগ্রাউন্ড মিউজিক। পারফেক্ট সময়ে পারফেক্ট মিউজিক প্রতটি মুহূর্তকে একদম জীবন্ত করেছে। প্রতিটি ক্যারেক্টার এর ভয়েস তাদের পারসোনালিটির জন্য একদম পারফেক্ট।
MY SCORE: 10/10

এনিমেশন (gfx): ক্যারেক্টার ডিটেইলিং এবং ব্যাকগ্রাউন্ড স্বাভাবিক। খুবই চোখে পরার মতো নয়। ভিভিডের (vivid) সামান্য ঘাটতি আছে। তবে মোট মিলিয়ে এভারেজ পর্যায়ে রাখা যায়।
MY SCORE: 7/10

অভারঅল: যারা স্লাইস অফ লাইফ সিরিয়াস টাইপ এনিমে পছন্দ করেন, তাদের জন্য মাস্ট ওয়াচ। খুবই শিক্ষামূলক এনিমে। আপনাকে কিছু সময়ের জন্য হলেও জীবন নিয়ে ভাবতে বাধ্য করবে।
আমি স্লাইস অফ লাইফ এনিমে ফ্যান, তাই আমার পার্সোনাল অভারঅল রেটিং 10/10

Comments