Movie Time With Yami – 27

m27

Name- Hal / Haru
Duration- 1 hour
MAL Score- 7.83
Ranked- 734
Genres- Sci-Fi, Romance, Shoujo

মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ দখল করে থাকে ভালবাসা। বলা হয়ে থাকে, একজন মানুষের বেঁচে থাকার এবং জীবনকে উপভোগ করা পেছনে মূলত যে প্রেরণা কাজ করে, তার নাম ভালবাসা। তাহলে সেই ভালবাসার মানুষটি যদি অকালে কারও জীবন থেকে উধাও হয়ে যায়, তাহলে সে কিভাবে বেঁচে থাকার প্রেরণা পাবে? বা কোনভাবে বেঁচে থাকলেও, কিভাবেই বা সে জীবনকে উপভোগ করতে পারবে?

কুরুমির জীবন থেকে সেই প্রেরণা উধাও হয়ে যায়, যখন একটি দুর্ঘটনায় তার ভালবাসার মানুষটি চিরতরে হারিয়ে যায়। বিষণ্ণ কুরুমি নিজেকে চার দেয়ালের মাঝে বন্দী করে ফেলে, স্বাভাবিক জীবন থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়। তার এহেন অবস্থা দেখে তার স্বজনরা চিন্তিত হয়ে পড়ে।

সময়টা ভবিষ্যতকাল। মানুষকে কাজে সাহায্য করে এখন রোবট। সেরকমই একটি রোবট কিউইচি (Q1)। কুরুমির মানসিক অবস্থা দেখে তার চিকিৎসক প্রস্তাব করেন যে কিউইচিকে যেন হাল; অর্থাৎ কুরুমির ভালবাসার মানুষের প্রতিকৃতি দিয়ে কুরুমির কাছে পাঠানো হয়, কারণ একমাত্র হালই পারবে কুরুমিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে।

মুভিটির গ্রাফিক্স অত্যন্ত চমৎকার, মুগ্ধ হয়ে তাকিয়ে থাকার মত। যারা উন্নত অ্যানিমেশন পছন্দ করেন, তাদের জন্য মুভিটি সবদিক থেকে উপযোগী। প্রথাগত জাপানি বাড়িঘর, উৎসবের ছোঁয়া আর সুন্দর ক্যারেক্টার ডিজাইন মুভিটিকে স্বকীয়তা প্রদান করেছে। আর কাহিনীটা সরল স্বাভাবিক এবং চেনা পথে এগোয় পুরোটা সময়, কিন্তু এই কথাটা বলতে পারি, দেখার সময় একটা চমকের জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করতে থাকলে কাউকেই নিরাশ হতে হবে না!

তাই, হাতে তেমন কোন কাজ না থাকলে এই সপ্তাহান্তেই দেখে ফেলুন এই চমৎকার মুভিটি!

Movie Download Link- kissanime.com/Anime/Hal

 

Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!

 

Comments