Name: K-On! Movie
Duration: 1 hr. 50 min.
MAL Score: 8.39
Ranked: 161
Genres: Comedy, Music, Slice of Life
সাকুরাগাওকা হাইস্কুলে তৃতীয় বর্ষে পড়ুয়া চার বান্ধবী ইউয়ি, রিতসু, মুগি এবং মিও। তারা একই মিউজিক ক্লাবের সদস্য, তাদের সাথে এই ক্লাবে পাঁচ নম্বর একজন সদস্য আছে, যার নাম আজুসা। আজুসা দ্বিতীয় বর্ষের ছাত্রী।
ক্লাবের তৃতীয় বর্ষের সদস্যদের গ্রাজুয়েশন ডে ঘনিয়ে আসছে। তাই তারা সবাই মিলে ঠিক করে যে তারা একটি সুন্দর স্মৃতি তৈরি করার জন্যে গ্রাজুয়েশন ট্রিপ এ যাবে। বিভিন্ন মজার মজার পদ্ধতি অবলম্বনের পর তারা ঠিক করে, এ ট্রিপটির জন্য তারা লন্ডনে যাবে। লাইট মিউজিক ক্লাবের সদস্যদের লন্ডন ভ্রমণের আগে পরের বিভিন্ন মজার ঘটনা নিয়ে কাহিনী এগিয়ে যেতে থাকে।
কখনো কোন অ্যানিমে দেখে নষ্টালজিয়াতে ভুগেছেন? বা কোন অ্যানিমে দেখে মনে হয়েছে, এই অ্যানিমেটাতে আসলে আছেটা কি, ভাল লাগছে আসলে কেন? কেঅন ঠিক সেরকম একটা অ্যানিমে। পাঁচজন হাইস্কুল পড়ুয়া মেয়ের বন্ধুত্ব, তাদের দৈনন্দিন জীবন এবং মজার মজার কাজকর্ম যে কারও মনকে ভাল করে দিতে পারে। কিয়োটো অ্যানিমেশনের আর্ট আমার খুব বেশি পছন্দ, কাজেই কেঅনের আর্টওয়ার্ক আমার কাছে অতিরিক্ত ভাল লেগেছে। যেহেতু জনরাতে মিউজিক ট্যাগটা আছে, কাজেই এতে বেশ কিছু গান অবশ্যই থাকবে, সবকয়টা গানই চমৎকার, এর মাঝে “টেনশি নি ফুয়েতে ও” গানটি আমার অসম্ভব সুন্দর লেগেছে। কাহিনীর গতি কিছুটা ধীর, তবে তা বরং উপভোগের ক্ষেত্রে সহায়ক।
এ মুভিটি যদিও কেঅন নামের অ্যানিমেটির সিক্যুয়াল, কেউ যদি মুভিটি আগে দেখতে চান, তার কোনই অসুবিধা হবে না।
তাই, হাতে তেমন কোন কাজ না থাকলে দেখে ফেলতে পারেন আমার অত্যন্ত পছন্দের এ চমৎকার মুভিটি।
Movie Download Link-
http://kissanime.com/Anime/K-On-Movie
Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!

