
পাপরিকা মনে হয় না আমার টপ তেণ এ থাকবে। শুধু আনিমে ফিল্ম এর টপ টেন লিস্ট করা হলে থাকতে পারে।
Paprika এর খাঁটি বাংলা হল গুড়া মরিচ বাট মরিচের ঝাল/স্পাইস কম (ইন্ডিয়ান রিজিওনে), স্পাইসি (অন্যান্য রিজিওনে)।
আমি সিনেমাটা অনেক আগে দেখেছি (২০০৯ এ যতটুকু মনে পোড়ে)। স্টোরি তেমন মনে আসছে না, আপাতত। আমার কাছে মনে হয়েছে, পাপরিকাতে দেখানো হয়েছে, মানুষের ড্রিমগুলো যদি বাস্তব হওয়া শুরু করে তাহলে কি হতে পারে। যেমন, ডিসি মিনি বিজ্ঞানী দলের প্রধান/চিফ যখন আক্রান্ত হন, তখন তিনি বাচ্চাদের মত দৌড়াতে থাকেন। আর ডিসি মিনি এর আবিষ্কারক যখন আক্রান্ত হন, তখন তিনি একটা রোবোটে পরিণত হন। যখন ড্রিম আর রিয়েল ওয়ার্ল্ড একসাথে হয়ে যায় তখন সবার ড্রিমই একটা বাস্তব ম্যানিফেস্টেশন রূপে আসে। পাপরিকা যে কিনা ড্রিমে মানুষের ত্রানকর্তা এখানেও ত্রানকর্তা হিসেবেই আসে, আর সে চিবার অল্টার ইগো হওয়ায় চিবা এর থেকে পুরো আলাদা হয়ে যায়। তখন ডক্টর ওসানাই তার ফিলিংসকে আর অবদমিত করে রাখতে পারে না, তাই করতে চায় রেপ। চ্যায়ারম্যান বাস্তবে একটি বড় ফ্যাসিলিটির কর্তা, তার কথায় প্রজেক্ট বন্ধ হয়ে যায়, কিন্তু এতে সে খুশি নয়, তার আরো ক্ষমতা দরকার। তার ড্রিমের ম্যানিফেস্টেশনে সে পুর টোকিওকে গলে খেতে থাকে। আর অন্যান্য সবার ছোট ছোট ড্রিম মিলে এটা পরিণত হয় একটি প্যারেডে, যেখানে কোন বাঁধা নেই, তাই সেখানে থাকে ক্রিপি ডল, সেক্স এডিক্ট বা কোন ইনোসেন্ট ড্রিম। যেখানে পাপরিকা প্রটেক্টর হিসাবে নিজেই সবকিছু শুষে নেয়। কিন্তু তারপরেও প্রশ্ন থাকে, “What about the rest of it.” স্বপ্ন শেষ হবার নয়।
সবকিছু মিলে বেশ কালারফুল আর লাইভলি একটা ফিল্ম। সাতোশি কন মাস্টার।

