মাঙ্গা রিভিউ – Watashitachi no Shiawase na Jikan – Syed Tawsifuzzaman

Volumes: 1

Chapters: 8
Genres: Drama, Romance, Slice of Life, Psychological, Seinen
Authors: Yumeka, Sumomo (Art)
MAL Rating: 9.8
MAL Ranking: 4th

কেউ কি কখনো ভেবে দেখেছেন মৃত্যুদণ্ডে দণ্ডিতদের মানসিক অবস্থা কেমন হয়? বা সকলেই কি মৃত্যুদণ্ডের যোগ্য? তারা কি আরেকটা সুযোগ পেতে পারেনা?

এও কি আপনাদের মাথায় কখনো উদয় হয়েছে যে বিত্তবানরাই কি প্রকৃত সুখী? তাদের জীবনও তো হতে পারে বিষাদময়।

আজকাল দেখি অনেকেই তুচ্ছ কারণে আত্মহত্যা করছে। আত্মহত্যাই কি ঝামেলামুক্ত হওয়ার একমাত্র উপায়? এত সুন্দর পৃথিবী কি এত সহজেই ছেড়ে যাওয়া যায়, বা উচিত?

সকল মা ই কি মমতাময়ী?

এরকম আরও অনেক প্রশ্নই আপনার মাথায় উকি দেবে আর ঘোরাফেরা করবে এই মাঙ্গাটা পড়ার পর।

এর মুল কাহিনী একজন মেধাবী পিয়ানিস্ট কে নিয়ে যার নাম জুরি। যে জীবনের ওপর অতিষ্ঠ হয়ে তিনবার আত্মহত্যার চেষ্টা করে এবং ব্যর্থ হয়। তার এই অবস্থায় তার এক খালা, যে একজন চার্চ এর সিস্টার, তাকে নিয়ে যায় একটি কারাগারে, যেখানে মৃত্যুদণ্ড পাওয়া আসামীদের রাখা হয়। সেখানে তার দেখা হয় এক আসামির সাথে, যে ৩ খুনের দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত। ওই আসামির নাম হল ইউ। সে অনেক কষ্টের মধ্যে দিয়ে গিয়েছে। সে যেই খুনগুলো করেছে তার জন্য সে প্রায়াশ্চিত্ত করতে চায় এবং সেও বহুবার আত্মহত্যা করতে চেষ্টা করে। দেখা করার পর তারা তাদের মনের ভেতরের পুরনো কষ্টগুলো মনে করে এবং তা নিয়ে ভাবতে থাকে। এভাবেই কাহিনী এগিয়ে যায় এবং একজনের প্রভাবে অন্যজনের জীবনও খানিকটা পালটে যায়।

কিভাবে পালটে যায় তা জানতে আপনাদের পড়তে হবে ওয়াতাশিতাচি নো শিওয়াসে না জিকান মাঙ্গাটি।

এই মাঙ্গাটির ভলিউম মাত্র একটি, সুতরাং একটু সময় খরচ করে মাঙ্গাটি পড়লে আপানার খারাপ লাগবে বলে মনে হয় না বরং অনেক ভালো লাগবে বলে আমার বিশ্বাস।

Comments