”জাপানিজ শিখুন,জীবন গড়ে তুলুন” – ৫২ তম পার্ট By অরিন শারমিন

জাপানিজ শিক্ষাকার্যক্রমের ৫২ তম লেসন

আজকের লেসনে ১মে ছোট্ট একটা জিনিস শিখাব.. “কিশৌতেনকেতসু”

১মে আসি..ইহা কি জিনিস? ইহা হল জাপানিজ গল্প,কবিতা,উপন্যাসের ব্যাসিক স্ট্রাকচার (শুধু জাপানিজ না কোরিয়ান,চাইনিজও)..

কি-কি মানে হল কোন একটা গল্প,কবিতা,উপন্যাসের introductory part
শৌ-শৌ হল development part
তেন-তেন হল twist
কেতসু-কেতসু হল ending…

**(দুরারারা আনিমের ১ম সিজনকে “কি” ধরলে ২য় সিজনের ৩ ভাগ হল “শৌ”,”তেন”আর “কেতসু”)

এবার আসি আজকের লেসনের আসল অংশে..

আজকে adjective কে কিভাবে adverb এ convert করা যায় সেটা শিখাব.. এর আগের ২ লেসনে i-adjective আর na-adjective শিখান হয়েছে.. তো adjective সম্পর্কে মোটামোটি একটা ধারণা থাকার কথা..

যেকোন i-adjective এর শেষের “ই” বাদ দিয়ে “কু” লাগালে adverb হয়ে যায়.. যেমনঃ হায়াই- fast/early… একটা i-adjective.. হায়াকু-fast/early (adverb)….

আনো কুরুমা ওয়া হায়াই দেসু-that car is fast… (এখানে adjective)
কিয়ো ওয়া হায়াকু ওকিমাশিতা-i got up early today..(এখানে adverb)

যেকোন na-adjective এর শেষের “না” বাদ দিয়ে “নি” লাগালে adverb হয়ে যায়..

যেমনঃ কিরেইনা-beautiful.. এটা একটা na-adjective..কিরেই নি-beautiful..এটা adverb
তোকিও ওয়া কিরেই না মাচি দেসু-tokyo is a beautiful city..(এখানে adjective)
মাচি গা কিরেই নি নারিমাশিতা-the city has become beautiful… (এখানে adverb)

 

আজকে এপর্যন্তই… নেক্সট দিন adverb নিয়ে আরো ডিটেইলস আলোচনা করা হবে ….

 

Comments