A Brief Discussion on KanColle (+Review) — Imamul Kabir Rivu

Kancolle 1

কোন সাধারণ আনিমে ভক্তকে যদি প্রশ্ন করা হয় কয়েকটি উদ্ভট আনিমের নাম বলতে তাহলে সে তালিকায় Kancolle-র নামটা আসাটাই স্বাভাবিক। তবে যদি গেমটির সাথে অথবা জাপানের দ্বিতীয় বিশ্বযুদ্ধের জলযুদ্ধগুলোর সাথে পরিচিত থাকেন তাহলে আনিমেটার মূল ধারণা এবং কি দেখাতে চাচ্ছে সে বিষয়টা অনেকটা হলেও ধরতে পারবেন। Kancolle আনিমেটা মূলত ৮০% গেম এবং ২০% দ্বিতীয় বিশ্বযুদ্ধের সংমিশ্রনে তৈরি একটা আনিমে। মূলত কথা হল, সেই সময়ে জাপানের নৌ বাহিনী তাদের গর্বের এক অংশ ছিল আর এখন তাদের সব বিষয় মোয়েতে পরিবর্তন করা তাদের গর্ব। তো সেকাল এবং একাল, এই দুই ভিন্ন যূগের গর্বের ফলাফল হল Kancolle.

Kancolle 2

Kancolle-এর কাহিনী মূলত জাপানের দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত জাহাজগুলোকে কিউট কিউট মেয়েদের রুপে তুলে ধরা এবং প্যাসিফিক ফ্রন্টের নৌযুদ্ধগুলোকে তাদের কাজ কর্মের মাঝে তুলে ধরা। এখানে আপনাকে সরাসরি আমেরিকার জাহাজদের বিরুদ্ধে যুদ্ধ করছে তা দেখাবে না বরং ধারণা অনেকটাই ওরকম সে বিষয়টা ধরিয়ে দিবে। এই হল সাধারণ ব্যাখ্যা। তবে আসল কাহিনী চিনজুফু (naval district)-এর কানমুসুদের সাধারণ দিনগুলো তুলে ধরা। এ বিষয়টা আরো ভালো ভাবে উপলবদ্ধি করতে হলে আপনার অন্তত গেমটার সাথে পরিচিত হতে হবে।

Kancolle 3

Pacific War-এর নানা রকম সংঘর্ষ আনিমেটিতে কিছুটা প্যারোডির মত করে তুলে ধরেছে যেমন Battle of the Wake Island-কে প্যারোডি করে “W Island” হিসেবে তুলে ধরা হয়েছে । তবে Operation FS, RY, MI এগুলো কোন প্যারোডি নয় বরং বাস্তব মিশনগুলোর রেফারেন্স ছিল যেগুলো হল জাপানের ওশানিয়ার দ্বীপুঞ্জগুলো দখলের প্ল্যান আর MI হল মিডওয়ের রেফারেন্স ছিল এবং “curry ocean raid’ ছিল Indian Ocean Raid. এছাড়া প্রথম পর্বেই ইয়ূদাচি এবং মুৎসুকির আকাগি এবং কাগার প্রতি প্রশংসা সেটা ‘Pearl Harbour’-এর রেফারেন্স ছিল। এছাড়া ‘Battle of Santa Cruz’-এর ও হালকা রেফারেন্স ছিল আনিমেতে। আনিমের শেষ সংঘর্ষটি ছিল মূলত Battle of Midway-এর উপর তবে এটা জাপানি আনিমে এবং তাই সংঘর্ষটি একটু জাপানের পক্ষপাতেই থাকবে, আগে থেকে বলে দেই এটা স্পয়লার না। কথা হল রেফারেন্সগুলো Pacific War সম্পর্কে বেশ ভালো ধারণা থাকলে ধরতে পারবেন নাহলে পারবেন না। আর পাশাপাশি এক্সেডিশন মিশনের যে ব্যাপারটা নিয়ে অনেক সময়ই আনিমেতে উল্লেখ করে সেটা বুঝতে হলে আসলে গেমটা খেলতে হবে কিন্তু মূলত ‘Commerce Raiding’ বিষয়টাই এখানে এক্সপেডিশন হিসেবে দেখিয়েছে।

Kancolle 5

কাঙ্কোলের চরিত্রগুলোর মাঝে ইন্টারেকশন মূলত বাস্তব জীবনে জাহাজগুলোর নাবিকদলের একে অপরের প্রতি আচরণের উপরই তুলে ধরেছে। যেমন কাগা যেভাবে জুইকাকু এবং শৌকাকুকে ছোট চোখে দেখে বলা আছে বাস্তবেই সেই জাহাজগুলোর নাবিকদল তা করেছে। একেক চরিত্রের ব্যক্তিত্ব এবং ‘catch phrase’ মূলত গেমে যা আছে ওটাই হুবাহু বসায় দিয়েছে। গেমটা না খেলা থাকলে একেকজনকে একেক ‘unique’ চরিত্র হিসেবে উপোভগ করতে পারবেন তবে গেমটা খেলা থাকলে বিষয়টা আরেকভাবে মজা পাবেন, বুঝতে পারবেন যে সেইয়ূরা গেমে ব্যবহৃত লাইনগুলো আনিমের বহু দৃশ্যে অনেকবার রিপিট করেছে। তবে যারা গেমের সাথে পরিচিত নয় তারাও কয়েকটা চরিত্রের catch phrase ধরতে পারবেন, সেগুলো হল সেন্দাই-এর ‘yasen (night battle)’, কঙ্গৌর ‘Burning Love’, 6th Destroyer Division-এর একেকজনের catchphrase, আতাগোর ‘Pan Paka Pan’ এবং ইয়ূদাচির ‘POI’. যা সাধারণত কেউ ধরতে পারে না সেটা হল আকাগির ‘Manshinshite wa dame’, আশিগারার ‘Shouri wo Kizamu (will snatch victory) কিংবা Ueta Ookami (Hungry Wolf)’. আনিমের পার্শ চরিত্রগুলো সবাই কম-বেশি বেশ ইন্টারেস্টিং ছিল সুধু প্রধাণ চরিত্র ফুবুকি বাদে।

Kancolle 6

আনিমেটার সেইয়ূ কাস্টটা অনেক মজার। ২-৩ টা চরিত্র একই আনিমেতে একজন সেইয়ূকে দিয়ে কণ্ঠ দেওয়া বিষয়টা অসাভাবিক কিছুই নয় তবে একাধিক জনেক ৮-৯ টা করে জিনিশটা বড়ই হাস্যকর। আনিমেটায় সাকুরা আয়ানের ৮টা, তৌয়ামা নাওর ৬টা, সুজাকি আয়ার ৬টা রোল, ইগুচি ইয়ুকার ৩টা রোল পুরা কাস্টা হল হাজার হাজার চরিত্র কিন্তু ঘুরে ফিরে কণ্ঠ দিয়েছে মাত্র হাতেগোনা কয়েকজন। ফুজিতা সাকি, তানেদা রিসা, কায়ানো আই, হোরিয়ে ইয়ুই এরাও গেমটিতে অনেকগুলো চরিত্রের কণ্ঠ দিলেও কায়ানোন এবং হোচ্চানের (মামিয়া বাদে) কোন রোলই ছিল না, সাকির শুধু মাত্র আকাগি এবং রিসার নাচি ও হাগুরো থাকলেও মূলত কথা বলার সুজোগ পেয়েছে আশিগারা। তবে কণ্ঠ অভিনয় অসাধারণ, সাকুরা আয়ানে যে নাগাতোর মত এত ডিপ কণ্ঠে কথা বলতে পারে কাঙ্কোলে না চিনলে বিষয়টা অজানাই থাকতো। আর পুরো আনিমের এতোগুলো জাহাজের সেইয়ূ যে হাতেগোনা কয়েকজন বিষয়টা আপনি না ঘাটলে ধরতেই পারবেন না, মনে হবে অনেকগুলো সেইয়ূই আছে পুরো কাস্টে। আর একটা বিষয় পরিষ্কার করে দেই, আসলে গেমে প্রত্যেকটা জাহাজের ক্লাসের জন্য একজন করে সেইয়ূ এবং এর জন্যই একজন এতোগুলো চরিত্রের কণ্ঠ দিয়েছে। অবশ্য ব্যতিক্রমও আছে, যেমন শিরাৎসুয়ু ক্লাসের হারুসামের কণ্ঠ দিয়েছে কানেমোতো হিসাকো কিন্তু বাকি ৩ জনের কণ্ঠে ছিল তানিবে ইয়ুমি। আনিমেটির কাস্টে এ কয়জন ছাড়া নোতো মামিকো, কাওয়াসুমি আয়াকো, উয়েসাকা সুমিরেও আছে।

Kancolle 4

আনিমের আর্টটা সুন্দর খালি অনেকগুলো অ্যাকশনেই বেখাপ্পা CG ব্যবহার করেছে সে বিষয়টা বাদে। OST-টা অসাধারণ, ওপেনিং মীরো (https://goo.gl/0uczzL) এবং এন্ডিং ফুবুকি (https://goo.gl/ZA8wIU) এই দুইটা গান যে কারো ভালো লাগবে। থীমটার সঙ্গে মানানসই ছিল সবই।

Kancolle 7

গেমটা না খেলা থাকলে পুরা আনিমে জুড়ে ৩টা বিষয় আপনার কাছে অস্পষ্ট লাগবে (না লাগতোও পারে), সেইগুলোর উত্তর একটু বলে দিচ্ছি। প্রথমত Abyssal জিনিশটা কি? অনেকেই ধরে নেয় এটা হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমেরিকা এবং ব্রিটেইনের জাহাজগুলোকে Abyssal হিসেবে দেখানো হয়েছে। ধারণাটা কিছু কিছু দিক থেকে ঠিক আবার কিছু কিছু দিক থেকে ভুল। গেমটার বসগুলো অনেক সময় কিছুটা হলেও বিভিন্ন বিখ্যাত নৌযুদ্ধে জাপানের প্রতিপক্ষগুলোর (আমেরিকা) প্যারোডি থাকে। যেমন মিডওয়ে প্রিন্সেস যে কি না আনিমের মূল খলনায়িকা থাকে সে কিন্তু মিডওয়ের আমেরিকার ক্যারিয়ারগুলোরই প্যারোডি। বিষয়টা কখনই পরিষ্কার করে না, ধারণা হিসেবেই রেখে দেয় কেননা আমেরিকা এখন জাপানের খুব ভালো বন্ধু। তবে মিডওয়ে প্রিন্সেসের ব্যবহৃত প্লেনগুলোর নাম ছিল Abyssal Cat Fighter, Abyssal Revenge Torpedo Bomber, Abyssal Hell Dive Bomber যেগুলো কিনা আমেরিকার ব্যবহৃত F6F Hellcat, TBF Avenger, SBC Helldiver এর প্যারোডি ছিল। এ ধারণাটা অনেকটাই সঠিক হলেও একেবারে সঠিক না কেননা আজকে থেকে গেমে শুরু হতে যাওয়া Spring 2016 ইভেন্টেই আসছে আমেরিকার অন্যতম বিখ্যাত রণজাহাজগুলোর একটি USS Iowa. তাই তাদের অনেকটা Bleach-এর Hollow-দের মত কিছু একটা ধরেই আনিমেটা উপভোগ করা শ্রেয়। দ্বিতীয় প্রশ্নটি হল, ‘অ্যাডমিরাল কে’? গেমে মূলত অ্যাডমিরাল হলেন আপনি মানে গেমের প্লেয়ার। তো এই ক্ষেত্রে সাধারণত আপনার naval district-তে কানমুসুগুলোর (Ship girl) দৈনন্দিন জীবনই আনিমের রুপে দেখানো হয়েছে। আর ইয়ূদাচির বিবর্তনটাও অনেকে বুঝে না। এ বিষয়টা হল গেমে চরিত্রগুলোকে খেলায় লেভেল আপ করানো হয়। তো এক নির্দিষ্ট লেভেল পর্যন্ত লেভেল-আপ করলে জাহাজগুলোকে রি-মডেল করা যায়। তো এই রি-মডেলের দুই পার্ট আছে, প্রথমটা হল kai যেটা lvl 18,20,25,30 একেক জাহাজের জন্য এক লেভেলে করা যায়, ইয়ামাতো এবং মুসাশিপ জন্য সেটা lvl 60 অবশ্য। দ্বিতীয়টা হল kai ni যেটা lvl 55, 60, 65, 70, 75, 77 এ করা যায় এখানেও একেক জাহাজের জন্য একেক লেভেল আর অনেকেরই kai ni নেই অথবা এখনো আসে নাই। তো kai ni করলে জাহাজের চেহারা এবং রুপের পরিবর্তন ঘটে, ইয়ূদাচির ক্ষেত্রে ঠিক তাই হয়েছে। ফুবুকিকেও kai ni করা হয়েছিলো, চেহারায় পরিবর্তন হয়নি কিন্তু গেমে কিছুটা হলেও হয়। Kai ni করতে হলে জাহাজগুলোকে একাধিক ‘sortie’-তে পাঠাতে হয়, আনিমেতে সে বিষয়টা অনেকটাই মিশন এবং ট্রেইনিং-এর মাধ্যমে দেখানো হয়েছে।

Kancolle 8

আনিমেটি দেখার উপভোগ করার ক্ষেত্রে অনেক কিছুই নির্ভর করে আবার এতকিছু না চিন্তা করে সাধারণ একটা আনিমে হিসেবেও উপভোগ করা যায়। প্রধাণত গেমটা খেলা থাকলে একভাবে উপোভগ করবেন, না খেলা থাকলে আরেকভাবে। খেলা থাকলে চরিত্রদের অনেক কিছুই ধরতে পারবেন। আনিমেটাতে যে ওশিয়ো, কুরোশিয়ো, রিয়ুজৌ, হিরয়ূ, সোরয়ু, আসাশিয়ো, কাগোরৌ এরা ছিল এ বিষয়টা ধরতে পারবেন। না খেলা থাকলে ওদের সুধু চিনজুফুর সাধারণ কানমুসু হিসেবে দেখবেন অবশ্য বিষয়টা ধরতে পারা কিংবা না পারা এটা তেমন কোন বড় বিষয় না। জাহাজ এবং সংঘর্ষগুলো সম্পর্কে ধারণা থাকলে একভাবে উপোভগ করবেন, না থাকলে আরেকভাবে। মূলত আনিমেটা বুঝতে চাইলে wiki-তে নৌবাহিনির নানা রকম যুদ্ধের জাহাজ, জাপানের দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাহাজ, নৌযুদ্ধ এ বিষয়গুলো নিয়ে বিস্তৃত গবেষণা করুন কিংবা গেমটা খেলুন তারপর আনিমেটা ধরুন আর যদি উপভোগ করতে চান তাহলে সাধারণ ‘Daily life of cutie ship girls’ এভাবে ধরেই আনিমেটি উপভোগ করুন। যদি আপনার এই নানা রকম জিনিশ মোয়েফাই করা এ বিষয়টা নিয়ে আপত্যি থাকে তবে আমার মতে এই আনিমো না ধরাই ভালো।

Comments