আজকের সেগমেন্ট শুরু করার আগে বলে নেই, আজ যে দুইজনকে নিয়ে লেখছি তাদের দুজনের-ই আজকে জন্মদিন ।
তাৎসুহিসা সুযুকি
তাৎসুহিসা সুযুকি একজন অসাধারণ কণ্ঠ-অভিনেতা, তার কণ্ঠটা শুনতে বেশ ভালো লাগে এবং চরিত্রগুলো ভালোভাবে তুলে ধরতে পারেন । তবে আমার কাছে একজন কণ্ঠ অভিনেতার চেয়ে তাকে একজন গায়ক হিসেবেই তুলনামূলক বেশি ভালো লাগে । OLDCODEX এই ব্যান্ডটার সাথে আপনারা সকলেই কম-বেশি পরিচিত এবং হয়তো এটাও জানেন যে তিনি কিন্তু এই ব্যান্ডের লিড ভোকাল ।
তার যে সকল রোলগুলো ভালো লেগেছে সেগুলো হল ‘Baka to Test’ আনিমের ইয়ূজি, ‘Tonari no Kaibutsu-kun’ আনিমের হারু, ‘Free!’ আনিমেটির মাকোতো, ‘Sora no Otoshimono’ আনিমেটির সুগাতা এইশিরো, ‘Servant x Service’ আনিমেটির হাসেবে, ‘Owari no Seraph’ আনিমেটির হীরাগি শিনইয়া এবং ‘Kuroko no Basket’ আনিমেটির তাকাও । তার আরও অনেক অসাধারণ সব রোল আছে । এখানে http://goo.gl/XYXbAv গিয়ে দেখে নিতে পারুন তার সব রোলগুলো ।
তার গায়ক হিসেবে খ্যাতি আছে ভালোই, জিনিশটা প্রথম লাইনেই বলে দেওয়া হয়েছে । OLDCODEX আমার দেখা অন্যতম অসাধারণ ব্যান্ডগুলার একটা । এই পর্যন্ত তাদের ৩টি অ্যালবাম এবং ১১টি সিঙ্গেল্স বের হয়েছে । এছাড়া ‘God Eater’, ‘Kuroko no Basket’, ‘Free’, ‘Arata Kangatari’ এই আনিমেগুলোর ওএসটিতে তাদের গান আছে । ব্যান্ডটির যে কয়টি গান শুনেছি প্রায় সব-ই ভালো লেগেছে । এর মধ্য থেকেও প্রিয় গানগুলো হল ‘WALK’ ( https://goo.gl/Vnqgww ), ‘Catal Rhythm’ ( https://goo.gl/glrTft), ‘Lantana’ ( https://goo.gl/AbVIxb ) যা যথাক্রমে কুরোকো নো বাস্কেটের ১ম সিজনের ২য়, ২য় সিজনের ১ম এবং ৩য় সিজনের শেষ এন্ডিং । সুধু তাই নয় ফ্রি আনিমেটির দুটি ওপেনিং ‘Rage On’ (https://goo.gl/tDelQ1 ) এবং ‘Dried up Youth Flame’ ( https://goo.gl/NGtY0O ) এই দুটি গানও আমার বেশ প্রিয় এবং তাদের-ই গাওয়া । আমার মতে তাদের গানগুলো স্পোর্টস আনিমে অথবা কোন বেশ হার্ডকোর অ্যাকশন আনিমের সাথে বেশ মানায় । এই ব্যান্ডটির অন্য মেম্বাররা হল YORKE, রিয়ো ইয়ামাগাতা, তাইযো নাকামুরা, শিন্জি ঔমুরা । সাবেক মেম্বাররা হল ইয়োশিরো নাকাও, হিরোমিৎসু কাওয়াশিমা, Sae, YoHsKe, R.O.N ।
সে আনিমেতে প্রথম রোল পান ২০০৩ সালে এবং এখন পর্যন্ত খুব অসাধারণ কণ্ঠ-অভিনয় করে যাচ্ছেন । আশা করি সামনেও আরও অনেক ভালো রোল পাবেন ।
কোমাৎসু মিকাকো
কোমাৎসু মিকাকো আমার দেখা ভালো কণ্ঠ অভিনেত্রীদের মধ্যে একজন এবং আমার মতে ইনৌয়ে মারিনার পর হয়তো সে-ই সবচেয়ে ভালো টমবয়িশ চরিত্রগুলার রোল সুন্দর করে তুলে ধরতে পারেন । তার কণ্ঠটা একটু উঁচু-পর্দার হলেও তার কণ্ঠ-অভিনয় শোনার সময় এই স্বরটি বেশ ভালো লাগে ।
মাত্র ২০১০ সালে অভিষেক করে এই ৫ বছরের মধ্যে ভালো পরিমাণ রোল পেয়েছেন তিনি । তার যে রোলগুলো খুব ভালো লেগেছে সেগুলো হল ‘K-Project’-এর নেকো, ‘Nisekoi’-এর সুগুমি সেইশিরো, ‘Aldnoah.Zero’-ইঙ্কো, ‘Aoharu x Kikanjuu’-এর তাচিবানা হোতারু, ‘Oregairu’-তোৎসুকা সাইকা :3 । এরপরের সিজনের বেশ হাইপ্ড আনিমে ‘Ajin’ আনিমেটির শিমোমুরা ইযুমি চরিত্রটির কণ্ঠ দিবেন তিনি। তার আরও অনেক রোল আছে । এখানে গিয়ে এক নজরে দেখে নিতে পারেন তার সব রোলগুলোhttp://goo.gl/XYrR43 । সে Dragon Quest:Heroes, Kantai Collection (গেমটির নতুন দুটি চরিত্র), Tales of Zestiria এই গেমগুলোতেও কণ্ঠ দিয়েছেন ।
তার গানগুলাও বেশ ভালো কেননা তিনি একসময় আইডোল-ও ছিলেন । K-Project, Kamisama no Inai Nichiyoubi, Aoharu x Kikanjuu, Nisekoi, Mouretsu Pirates, Senki Zesshou Symphogear এই সব আনিমেগুলার ওএসটিতে তার কাজ আছে । তার গাওয়া গানগুলোর মধ্যে আমার পছন্দের গানগুলো হল ‘Trick Box’ (https://goo.gl/nGbQRx) এবং ‘Tsumetai Heya, Hitori’ (https://goo.gl/oCWLSW) এগুলো যথাক্রমে Nisekoi-এর পঞ্চম এন্ডিং এবং K-Project-এর প্রথম এন্ডিং ।
একজন কণ্ঠ অভিনেত্রীর পাশাপাশি তিনি একজন অভিনেত্রীও। তার ভবিষ্যৎে অন্যতম সেরা কণ্ঠ-অভিনেত্রীদের মধ্যে একজন হয়ে ওঠার প্রতিভা আছে, তাই সে সামনে আরও রোল পাবো এটাই আশা করি ।



