Gosick রিভিউ — Rafiul Alam

“I don’t mind being unsightly. I found something more important than pride!” — Victorique

এই মাত্র দেখে শেষ করলাম।মনে ভয়ংকর সুন্দর অনুভূতির সৃষ্টি হয়েছে।এটি এমন এক অনুভূতি যা বলে বোঝানোটা দায়।নির্মল সুন্দর একটি এনিমে।Bones স্টুডিওয়ের এনিমে বলে কথা।এই স্টুডিওয়ের অন্যান্য এনিমের ছাপ উল্লেখযোগ্য।উদাহরণ স্বরুপ ফুলমেটাল আলকেমিস্ট।তবুও এনিমেটা স্বতন্ত্র।

Synopsis: সাল১৯২৪। ফ্রান্স ও ইতালীর মাঝে একটি কাল্পনিক দেশ হল Saubure.এই Saubure এর কোন গ্রামে অবস্থিত Saint Marguerite Academy.একাডেমিটা এমন এক জায়গায় অবস্থিত,যেখান থেকে আল্প্স পর্বত দেখা যায়।এই একাডেমিতে পড়তে আসে আমাদের গল্পের নায়ক জাপানি ট্রান্সফার স্টুডেন্ট কাজুইয়া কুজো।তার চোখ ও চুল কালো বলে একাডেমির শিক্ষার্থিরা তাকে কালো শিনিগামী বলে ডাকে এবং কাছে আসতে ভয় পায়। অগত্যা বেচারা একা একা থাকে।একদিন একাডেমির লাইব্রেরি টাওয়ারে গল্পের বই পড়তে গিয়ে সোনালী চুল আবিষ্কার করে।তার উৎসের সন্ধান করতে গিয়ে পরিচয় হয় অদ্ভুত স্বভাবের মেয়ে ভিক্টোরিকার সাথে।অদ্ভুত স্বভাবের হলেও খুব দ্রুতই কুজোর সাথে বন্ধুত্ব গড়ে ওঠে।রহস্যপ্রিয় ভিক্টোরিকা এবং কুজো নানা ধরনের ঘটনায় জড়িয়ে পড়ে।এগিয়ে যায় কাহিনী।


Theme setup, Background Music & Animation: “20th century europe”…এমনিতেই আমার ভালো লাগে।এক্ষেত্রে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী ইউরোপ।এমন প্রেক্ষাপটের এনিমে খুবই কম আছে বলে মনে হয়।গথিক এনভাইরোমেন্ট সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।তৎকালীন জীবনযাত্রা ও প্রযুক্তি ভাল ভাবে তুলে ধরা হয়েছে। এক কথায় ওয়ান অফ এ কাইন্ড।আপনাকে মুডে আনতে বাধ্য। মিউজিকও বেশ ভালো।বিশেষ করে দ্বিতীয় এন্ডিংটা কিছুটা সেল্টিক মিউজিকের মত।আমার ভাষায় “খানদানী”।এনিমেশন নিয়ে বিশেষ কিছু বলার নেই। Bones স্টুডিওয়ের গতানুগতিক এনিমেশন।
Characters setup: এক্ষেত্রে মেইন ফোকাস হল ভিক্টোরিকা।ব্যাপারটা অনেকের ভাল নাও লাগতে পারে।টিপিকাল tsundere ক্যারেকটার আমার খারাপ লাগেনি।সরল ছেলে কুজোকে বেশ পছন্দ হয়েছে।

Overall Rating:

MAL rating: 8.27/10
My rating: 8.5/10

2nd Ending: http://youtu.be/4lXMrkq-NEc

Comments