Lone Wolf & Cub – মাঙ্গা রিভিউ লিখেছেন Shaikh Mohammad Habib

10492506_4371510503275_6813471462963456988_n

Rurouni Kenshin & Vagabond – সামুরাই সম্পর্কিত মাঙ্গার মাঝে আমার পছন্দের তালিকায় সবার ওপরে। কখনো মনে হয়নি এই ২ মাস্টারপিসকে টপকানোর মত মাঙ্গা/অ্যানিমে পাব। তবে এখন মনে হচ্ছে আসল মাস্টারপিসটাই এতদিন মিস করেছি। যে মাঙ্গা পড়ে আমার এমন ধারণা হয়েছে সেটা হল – Lone Wolf & Cub (Kozure Okami)

১৯৭০-৭৬ সময়কালে প্রকাশিত এই মাঙ্গার কাহিনী লিখেছেন Kazuo Koike এবং আর্টওয়ার্ক Goseki Kozima’র। Tokugawa Shogunate এর সময় Shogun এর হয়ে Executioner এর দায়িত্ব পালনকারী Ogami Itto এবং তার ছেলে Daigoro কে কেন্দ্র করে এই মাঙ্গার কাহিনী। ক্ষমতালোভী Yagyu Clan এর ষড়যন্ত্রে নিজের পরিবার,সম্মান,পদবি সবকিছু হারাতে হয় Ogami Itto কে। এরপর ছেলে Daigoro কে নিয়ে শুরু হয় প্রতিশোধ নেবার যাত্রা।

Lone Wolf & Cub এর কাহিনীর গভীরতা এবং ক্যারেক্টার ডেভেলপমেন্ট এর সবচেয়ে শক্তিশালী দিক। Ogami Itto কে দেখে প্রতিনিয়ত মনে হয় “He defines what it means to be a badass”. এই মাঙ্গার একটি বিশেষ দিক হল জাপানের Edo Period এর জীবনধারা অত্যন্ত চমৎকার ভাবে ফুটিয়ে তোলা হয়েছে, বিশেষ করে Bushido (সামুরাইদের মূল্যবোধ) সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়। এর পাশাপাশি ক্ষমতার লড়াই,রাজনীতি,শঠতা, Tokugawa Shogunate এর ক্ষমতা টিকিয়ে রাখতে কঠোর শাসন এ সব কিছুই ফুটিয়ে তোলা হয়েছে কাহিনীর সমান্তরালে।

10342410_4371511263294_9128721614065476274_n

রিয়ালিস্টিক ধাঁচের আর্ট ওয়ার্ক বিশেষ করে ব্যাটেল সিনগুলো মুগ্ধ করার মত। ১৭৮ প্যানেলের একটা আল্টিমেট ব্যাটেল সিনও আছে যা সবার মাথা ঘুরিয়ে দেয়ার জন্য যথেষ্ট।

Lone Wolf & Cub এর কোন অ্যানিমে নেই তবে ৭টা মুভি আছে। মুভিগুলো১৯৭২-৭৪ সময়কালে বের হওয়া। ৭ম মুভি Shogun Asssasin বের হয়েছিল ১৯৮০ সালে। এছাড়া মাঙ্গা অবলম্বনে টিভি সিরিজও আছে। মুভি এবং টিভি সিরিজ দুটোই জাপানে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।
জাপানের পাশাপাশি পাশ্চাত্যেও এর জনপ্রিয়তা লক্ষ্যনীয়। Frank Miller এর Sin City & Ronin এই ২ সিরিজে Lone Wolf and Cub এর influence আছে (Frank Miller মাঙ্গার ইংরেজি ভার্সনের কাভারও ডিজাইন করেছেন)। Max Allan Collins তার Road to Perdition নিয়ে বিবিসিকে দেয়া এক ইন্টারভিউ এ বলেছেন “Road To Perdition is ‘an unabashed homage’ to Lone Wolf And Cub”.

যাই হোক,এপিক এই মাঙ্গাটা ট্রাই করে দেখতে পারেন, হতাশ হবেন না এই গ্যারান্টি দিতে পারি

10574370_4371512183317_1624722463289280354_n

Comments