Sakib’s Hidden Gems – Episode #42

আনিমে: Log Horizon
জানরা: ফ্যান্টাসি, গেম, একশন, এডভেঞ্চার
এপিসোড সংখ্যা: ২৫ + ২৫ + ১২
MAL লিঙ্ক: https://myanimelist.net/anime/17265/Log_Horizon
 
জনপ্রিয় রোল প্লেয়িং গেম “এল্ডার টেইল” এর বেশ কিছু প্লেয়ার হঠাত একদিন তাদের প্রিয় গেমের জগতের ভিতরে চলে যায়। লগ আউট করার অপশন না থাকায় তৎক্ষণাৎ ওদের নিজেদের জগতে ফেরার কোন উপায় থাকে না। তারা অনুভব করে যে, এই গেমের জগতটা এখন তাদের কাছে নিজের জগতের মতই বাস্তব। গেমে যারা ছিল নন প্লেয়িং ক্যারাকটার (NPC), তারা এখানে নিজেদের “পিপল অফ দা ল্যান্ড” বলা রক্তমাংসের মানুষ। এভাবেই শুরু হয় গল্পের নায়ক শিরোয়ে ও বাকি সবার এই নতুন জগতে নিজেদের খাপ খাওয়ানোর ও পিপল অফ দা ল্যান্ড-দের সাথে সুসম্পর্ক বজায় রাখার সংগ্রাম। একই সাথে চলতে থাকে ওদের নিজেদের জগতে ফিরবার পথের অনুসন্ধান।
 
সেটিং দেখেই অনেকের বাদ দেওয়ার ইচ্ছা চাগাড় দিয়ে উঠতেই পারে। কিন্তু আসলে এই সেটিং-এর মধ্যেও কী নিপুণভাবে গল্পের এক্সিকিউশন হয়েছে তাই দেখবার বিষয়। সাধারণ দু-দশটা গল্পের মত এইটাতে গল্পের নায়ক মোটেই মন্সটার মারা আর হারেম বানানোর দিকে মনোযোগ দেয় না। বরং একেবারেই জীবনমুখী ও লজিক্যাল সমস্যার সমাধানের চেষ্টা করে। যেমনঃ নতুন জগত সম্বন্ধে প্রথমেই তথ্য অনুসন্ধান করা, নিজেদের থাকার জন্য একটা নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা, অন্যান্য প্লেয়ারদের সাথে আর পিপল অফ দা ল্যান্ড-দের সাথে বিভিন্ন চুক্তি ও আলোচনার মাধ্যমে স্বার্থসিদ্ধির চেষ্টা করা, এবং নিজেদের জগতে ফেরার উপায় খোঁজা। নায়কের প্রতিটি সিদ্ধান্ত ও কাজের মধ্যেই যুক্তি আছে, যা দেখে যে কারোরই ভালো লাগার কথা। ও আর আনিমেটির ওপেনিং গানটি অসাধারণ।
 
ফ্যান্টাসি আর গেমনির্ভর উঁচুমানের আনিমের খোঁজে থাকলে অবশ্যই দেখবেন।
 

Comments

Leave a Reply