Samurai Champloo reaction by Monirul Islam Munna

সামুরাইদের নিয়ে এনিমে দেখতে গেলেই, সব সময়ই মনে করতাম যে এনিমেটা হবে খুবই ফাস্ট ধরণের আর অস্থির একশন, sword fight,ব্যাডএস character ভরপুর কিছু। কিন্তু Samurai champloo দেখে আমার সেই ভুল ভাঙল।

মূলত ৩ চরিত্র মুগেন, জীন আর ফু কে নিয়েই এনিমেটা। কিন্তু একজন থেকে একজনের দূরদুরান্তে কোন মিল নেই। মুগেন ruthless, মাথা নষ্ট একটা character আর জীন ঠাণ্ডা মাথার, cool একটা সামুরাই। অন্যদিকে ফু খুবই সাধারণ, cute , sweet মেয়ে

এক রহস্যময়ই সামুরাইর খোজে মত্ত ছিল ফু। আর ভাগ্যের জের ধরেই, ফু এর সেই যাত্রার মধ্যে পরিচয় জীন আর মুগেনের সাথে। ২ মেরুর ২জগতের বাসিন্দা হলেও, সেই রহস্যময়ই সামুরাইর খোজে যোগ দেন ২জন। যাত্রাটাকে বেশ সুন্দর একটা adventure হিসেবে দেখানো হয়েছে এনিমেটাতে। লম্বা সময়ের সেই যাত্রায় হরেক রকমের যায়গায়,হরেক রকমের মানুষের সাথে হরেক রকমের অনুভূতি ছিল। কেমন যেন একটা উনিকনেস আছে এর কাহিনীর মধ্যে।

এনিমেটার উনিকনেস যেন সব কিছুতেই ছিল,কমেডিগুলো, ফু এর facial expression আর বিশেষ করে OST গুলা। একবার শুনলে বার বার শুনতে ইচ্ছা করবে। আমার সব চেয়ে বেশী পছন্দের OST এখন এটাঃ http://www.youtube.com/watch?v=9lhqg-hO61Q

খুব ফাস্টও না, আবার খুব স্লোও না,কিছুটা ঠাণ্ডা ধাঁচের মজার একটা এনিমে। খালি একশন না দেখে, ভালো কাহিনী সহ কোন সামুরাই/একশন based এনিমে দেখতে চাইলে সামুরাই চাম্পলো অবশ্যই দেখা উচিৎ। খুবই ভালো সময় কাটবে নিশ্চিত।

MAL rating 8.51
My Rating 8.2

Comments