Short review of Major by Farsim Ahmed

 

দেখলাম মেজর, যেটাকে বলা হয় বেসবলের উপরে সেরা আনিমে, ভাবলাম তার উপরে একটা শর্ট রিভিউ লিখে ফেলি।

বিশাল সিরিজ, ৬ সিজন, ২৬*৪+২৫*২=১৫৪ পর্ব।

এর অনেক সমালোচনা করব, কাজেই আগে কিছু ভালো ভালো কথা বলে নেই।

মূল চরিত্র গোরো শিগেনো, বেসবলের মহা ভক্ত। বেসবল অবশ্য তার রক্তেই, তার বাবা জাপানের একজন প্রো বেসবল খেলোয়াড়, যে ইনজুরির কারনে পিচার থেকে ব্যাটার হয়ে গেছে। গোরোর বাবার অসাধারণ কীর্তি হল আমেরিকার মেজর লিগ প্লেয়ার গিবসনের ১০০ মাইল/ঘণ্টা বেগের এক বলকে আছড়ে স্ক্রিনের উপর ফেলে হোম রান করা। কিন্তু সেই ম্যাচেই এক দুর্ঘটনার কারনে বিলম্বিত মৃত্যু হয় ভদ্রলোকের, আর গোরো বড় হতে থাকে পালক মায়ের কাছে, তার লক্ষ্য গিবসন আর তার বাবার মতো অসাধারণ খেলোয়াড় হওয়া।

প্রমিসিং সেটিং, বেশ ভালো ভালো কিছু ম্যাচ আছে, বাচ্চা ছেলের ছোটবেলা থেকে বড়বেলা পর্যন্ত কঠোর সংগ্রামের ছবি আছে, আছে একটুআধটু রোমান্স, প্রতিদ্বন্দ্বিতা, বন্ধুদের সাথে সম্পর্ক, মোটামুটি স্পোর্টস জন্রার ফ্যানরা যা চায়, সবই আছে এতে। আমারও বেশ ভালো লাগতে পারত, যদি না পুরো ব্যাপারটাকে একঘেয়ে মনে হত। খুলে বলি।

বেসবল আমার কাছে কোন পছন্দের খেলা না, কিভাবে স্কোরিং হয় তাও ভালমত বুঝি না, তবে মোটামুটি এটুকু ধারনা পেয়েছি যে একজন পিচার শুধু ফাস্টবল নিয়ে অনেক দূরে যেতে পারে না। কাহিনীর নায়ক আমেরিকায় মাইনর লিগ খেলে ফেলল কোন ভ্যারিয়েশন ছাড়া শুধু ফাস্টবলের উপরে ভিত্তি করে, ব্যাপারটা কেমন জানি লাগল।অবশ্য মেজর লিগ খেলতে গিয়ে সে ফর্কবল শিখেছে।

সাধারণত পিউর স্পোর্টস জন্রার আনিমে হয় না, সেখানে অন্য কিছু এলিমেন্ট বেশ ভালো পরিমানেই থাকে, যেমন রোমান্স[ক্রস গেম], কমেডি[প্রিন্স অব টেনিস], স্কুল লাইফ[বেবি স্টেপস], গ্যাম্বলিং[ওয়ান আউটস] ইত্যাদি। এসব এলিমেন্ট মেজরে তেমন একটা নেই, রোমান্টিক পর্ব হাতে গোনা, মোটে দুয়েকটা। সেজন্য পুরো ব্যাপারটা পানসে হয়ে গেছে, একই জিনিস বারবার।

এবং এবং এবং, সবচেয়ে বড় যে সমস্যা, সেটা হল মূল চরিত্র নিজে। সে মারাত্মক প্রতিভাবান, দুর্দান্ত পিচার, ফিল্ডার, ব্যাটেও ভালো। একই সাথে সে হচ্ছে মহা হিপোক্রেট, স্বার্থপর, ঘাড়ত্যারা, হিপোক্রেট[হ্যাঁ, দুবার বলেছি, জানি।] সে তার টিমমেটদের বলছে আমরা নাকামা হ্যান ত্যান, এর পরের মুহূর্তেই তার কাজে বোঝা যাচ্ছে এই “নাকামারা” তার কাছে স্রেফ স্টেপিং স্টোন। সে ফ্ল্যাশি, জেদি, একগুঁয়ে, দলের ভালো না ভেবে বরাবরই নিজের ভালো ভাবে। ফ্র্যাঙ্কলি, এত বড় আনিমেতে আমি ভালো লাগার মতো ক্যারেক্টার পেয়েছি মোটে দুটো, কীন[মেম্ফিস ব্যাটস এর ক্যাচার] আর গিবসন। অন্য ক্যারেক্টারগুলকে খুব শ্যালো মনে হয়েছে।

অভারঅল রেটিং ৮, তাও অনেক রাউন্ডিঙ আপ করে।
ম্যাল রেটিং অবশ্য বেশ ভালো, ট্রাই করে দেখতে পারেন।

Comments