Tenjou Tenge and Persona P4 by Baruog Gourab

Tenjou Tenge আর Persona P4 দেখলাম। টেঞ্জৌ টেঙে অনেকটা ইক্কি টৌসেন এর শর্ট ভার্সন। টিটিতে কাহিনী চরম ভাবে শর্ট করছে, আবার বেকস্লাস চরম ভাবে বেশি দেখাইছে। ফাইটিং স্টাইল পুরাই ইক্কি টৌসেনের মত এক ঘুসিতেই জামা কাপর ছিড়ে যায়, আর নায়িকা সেইরকম আবুল টাইপ। নায়কের পাওয়ার আপের সাথে সাথেই এনিমে শেষ করার কারনে বেশি বিরক্ত লাগছে। মূল বসের সাথে ফাটিং টা আরো চালাইতে পারত।

পি৪ অনেকটা ডেভিল সার্ভাইভাল মত কাহিনী। কোত্থেকে বা কি কারনে নায়ক/গ্রুপকে পারসনা দেয়া হয়েছে বা নায়কের পাওয়ার কিকারনে এত বেশি কিছু বোঝানোর আগেই কাহিনী শেষ।

রেটিং দিতে গেলে টিটি আর পি৪ দুটোই ২/১০ পাবে। আরও কম দিতাম কিন্তু বেটারা এত কষ্ট করে বানাইছে আর কম কেমনে দেই!!!

Comments

Leave a Reply