এনিমে রিভিউ :The Devil is a Part timer! (আরে শয়তান তো দেখি খুচরা চাকরি করে !)
শয়তান, দেবদূত এদের বিষয়গুলো বেশ ভাবওয়ালা। এদের নিয়ে সিনেমা, গল্পও বা এনিমে বানালেও তা সিরিয়াস হয়। তো দ্যা ডেভিল ইজ আ পার্টটাইমারকে সেই টাইপের কিছু ভাবছিলাম। কিন্তু তা নয়।
কাহিনী শুরু রুপকথার মধ্যে। এন্টে ইসলা নামক এক স্থানে মানুষ, দেবতা ও শয়তানের বাস। তো শয়তান পুরো এন্টে ইসলা দখল করার জন্য যুদ্ধ শুরু কইরা দেয়। যথারীতি নাইট ইন আ শাইনিং আর্মর এসে শয়তানকে হারাইয়া দেয়। তো শয়তান ও তার এক জেনারেল এলসিয়েল কোনক্রমে পৃথিবীতে পালিয়ে এসে বাঁচে। কিন্তু এখানে এসে তারা তাদের জাদুর ক্ষমতা হারিয়ে ফেলে। তো কি দিয়ে তারা জীবন চালাবে? শয়তান সাহেব সাডাও মাও নাম নেয় এবং তার জেনারেল এলসিয়েল নেয় শিরো আশিয়া নাম। শয়তান ম্যাকরোনাল্ডস এ চাকরি নিয়ে টার্গেট করে সেরা সেলস ম্যানেজার হবে। অন্য দশজনের মত তারাও হিসাব কষে জীবন চালাতে থাকে। কিন্তু এরই মধ্যে শয়তানের খোজে হাজির হয় নাইট সাহেব। কোথায় যাচ্ছে কাহিনী! এইটা কি রকম ব্যাপার? তো অদ্ভূত এই প্লটের কাহিনী জানতে দেখে ফেলুন দ্যা ডেভিল ইজ আ পার্ট টাইমার।
এর প্রথম এপিসোডের প্রথম ১০মিনিট দেখে ভাবতাসি এতো সিরিয়াস একশন আর ইনটেন্স জিনিসের গায়ে কমেডি ট্যাগ কেন?! পরে গিয়ে দেখি এইটা পুরাই কমেডি এবং সাথে হালকা একশন। প্লট উড়াধুরা এবং মজাদার। গ্রাফিক্স এবং আর্ট যথেষ্ট ভাল। সাউন্ডট্র্যাক তো অস্থির!! এইটা দেখলে ডাবে দেখাই বেস্ট হবে!! শয়তান রাজা সাহেবের “খাইয়া ফেলুম” থেকে “শুভ সকাল ভাল আছেন?” এ যাওয়া মোডটা কেমন জানি খাঁপছাড়া লাগসে আর এপিসোডও আরো বেশি হওয়া উচিত ছিল। পর্ব সংখ্যা মোটে তেরো। সময় থাকলে দেখতে পারেন।
আমার রেটিং: ৭/১০




