বেস্ট মেইল সেইয়ু পোলে কামিয়া হিরোশির জয় ছিল বিশাল ব্যবধানে, মোট ভোটের অর্ধেকের বেশি পেয়ে। হিরোশি এই বছর দারুন জনপ্রিয় আর মেজর কিছু রোল করেছেন, যার মধ্যে আছে আরারাগী কয়োমি, লেভি, ট্রাফালগার ল, আকাশী সেইজুরোর মত ক্যারেক্টাররা. কাজেই তার জয়ের ব্যাপারে কোনো সন্দেহ ছিল না. নবুহিকো ওকামতো আর সুগিতা তমোকাজু শুধুই ব্যবধান কমিয়েছেন।