২০১৩ এর সেরা সাইকোলজিক্যাল/মিস্ট্রি আনিমে ক্যাটেগরিতে ৮৯.১৯% ভোট পেয়ে একাধিপত্য করে জিতেছে যে আনিমেটি, তার নাম সাইকোপাস (Psycho-Pass)। এই বিভাগে সেরা নির্বাচিত হওয়া এই আনিমেটির সাথে দ্বিতীয় স্থান অধিকারকারী আনিমের ভোটের পার্থক্য খেয়াল করলেই বুঝা যায় এই আনিমেটি দর্শকদের কি পরিমান আকর্ষণ করেছে। রোমাঞ্চকর কাহিনী, আকর্ষণীয় চরিত্র, দারুণ সব ওপেনিং আর এন্ডিং সং মিলিয়ে এই আনিমেটি ছিল সব দিক থেকে দারুণ একটি প্যাকেজ। যারা এখনো এই আনিমেটি দেখেননি, এই পোলের পর আশা করি দেখার জন্য বসে যাবেন। অল্প এপিসোডের এঞ্জয়েবল একটি সাইকোলজিক্যাল/মিস্ট্রি সিরিজ হিসেবে সবসময়ই এনিমখোরদের কাছে এই নামটি স্পেশাল হয়ে থাকবে বলে আশা করা যায়।