২০১৩ সাল স্পোর্টস এনিম লাভারদের জন্য পয়া এক্টি বছর। একের পর এক রক্ত গরম করা সিরিজ শুরু এবং শেষ হয়েছে এই বছর। এনিমখোররা তাদের সেরা নির্বাচন করতে গিয়ে তাই বিশাল হিমশিম খেয়েছেন। তবে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৫৫.৮৮% ভোট দিয়ে তারা বিজয়ী করেছেন Chihayafuru কেই !!! তবে এর পথ চলা খুব মসৃণ ছিল না। বিজয়ের পথে তাকে সাম্লাতে হয়েছে রক্ত গরম করা একশন আর ড্রিফটিং এ পূর্ণ শান্ত কিন্তু প্রতিভাবান রেসার তাকুমির সিরিজ ইনিশিয়াল ডি আর সম্মাননা পুরস্কার পাওয়া বাজারে আলোড়ন সৃষ্টিকারী; নারীদের অত্যন্ত প্রিয় এবং স্মার্ট ড্যাশিং কুল হ্যান্ডসাম একদল ছেলেকে নিয়ে সিরিজ ফ্রি এর রক্তচক্ষু; পাড়ি দিতে হয়েছে অনেকটা পথ। বিশ্লেষকদের ধারণা; ইন্টেন্স গেম সিন এর সাথে মাপা রোমান্স; চমৎকার গ্রাফিক্স এর কাজ; চোখ ধাঁধানো স্টাইলের বদলে প্রশান্তি এনে দেওয়া লুক এবং স্টাইল; সব মিলিয়ে একটা পুরনাঙ্গ প্যাকেজ হয়ে ওঠাতেই Chihayafuru র এই সাফল্য !!!