Petshop of Horrors [রিভিউ] — Krista King

Petshop of Horrors 1

Anime: Petshop of Horrors
Genre: Mystery, Philosophical, Psychological, Horror
Demographic: Josei
Episode: 4
Author: Matsuri Akino
Aired: 1999

 

 

 

সারসংক্ষেপ-
চায়না টাউন নামক একটি জায়গায় পোষ্য বিক্রয়ের দোকান, যার মালিক কাঊন্ট ডি। ক্রেতা নিজের একান্ত ইচ্ছার পোষ্যকে কিনতে আসে, কিন্তু এই পোষ্যগুলি সাধারণ নয়। কিছু শর্ত পালন করতে হয় পোষ্যগুলির জন্য, এই শর্ত ভঙ্গ করলেই বিপদ, এমনকি ক্রেতার মৃত্যুও সম্ভব। এইভাবেই বিভিন্ন ক্রেতার পোষ্যের সঙ্গে অভিজ্ঞতা, তাদের রাগ, অভিমান, দুঃখ, হতাশা নিয়েই গল্প।

My view-
প্রতি পর্বের ঘটনা ভীষণই মর্মস্পর্শী। ঘটনাগুলোর মধ্যে মনস্তাত্ত্বিক জটিলতা ও দার্শনিকতা খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে, হিস্পানিক ও ভয়াবহ ভাব পরিবেশের সঙ্গে মানানসই। অনেকটা xxxholicএর ভাব খুঁজে পাবেন, কিন্তু তবুও অনেকটাই ভিন্ন।
তবে, সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো মাত্র চারটি পর্ব। আপনার মনে যখন রহস্য তুঙ্গে তখনই শেষ।
তবুও আমি বলব, দেখতে অসুবিধা হবে না বরং ভালোই লাগবে কারণ প্রতিটা পর্বে ভিন্ন গল্প। হয়তো এই animationটা বানানোই হয়েছে দর্শকদের mangaটার প্রতি আগ্রহী করে তোলার জন্যই।

Character-
Count D- এমনই এক পুরুষ, যার রুপকে শরবতের মতো পান করতে ইচ্ছে করবে। দার্শনিকতায় উত্তম চরিত্রটির প্রতি আকৃষ্ট না হয়ে উপায় নেই।
এছাড়া নানান পর্বের নানান গল্পানুযায়ী বিভিন্ন মানসিকতার ভালো মন্দ tragic চরিত্রগুলি লক্ষ্যণীয়।

Petshop of Horrors 2

Comments