World Trigger [রিভিউ] — Arnab Basu

উইকলি শোউনেন জাম্পকে অবিসংবাদিতভাবেই শোউনেন সিরিজের সবচেয়ে সেরা উৎস হিসাবে বিবেচনা করা যেতে পারে। সর্বকালের সেরা সব শোউনেন সিরিজগুলা বেশিরভাগই এই ম্যাগাজিনে পাব্লিশ হয়েছে বা হচ্ছে। তাই স্বাভাবিকভাবেই এই ম্যাগাজিনে প্রকাশিত মাঙ্গাগুলো অনেক জনপ্রিয়তা পায়। আর এই সিরিজগুলার এনিম এডাপ্টেশন নিয়ে সবারই কম বেশি এক্সপেক্টেশন কাজ করে আর বেশিরভাগ সিরিজই কম বেশি পপুলারিটি পায়। তবে দুই একটা সিরিজ যে ব্যাতিক্রম, তা কিন্তু না। সেটা এডাপ্টেশনের কারণে হোক, বা প্লটের দুর্বলতার কারণেই হোক। জাম্পের এমন সিরিজ খুব কমই আছে, যা অনেক সিরিজের মত লোকচক্ষুর আড়ালে পড়ে যায়। জুজুতসু কাইসেনের মত হাইপ তোলা সেরা এনিমেশন, ওয়ান পিসের মত লং রানিং মহীরথি কিংবা হিনোমারু সুমো আর প্রমিসড নেভারল্যান্ডের মত হতাশ এডাপ্টেশন, এই সিরিজগুলার প্রতি মানুষের এটেনশনের কমতি নেই। সেই হিসাবে World Trigger কে শোউনেন জাম্পের হিডেন জেম বলা যেতে পারে। হিডেন জেম এই অর্থে, যে জাম্পের মত কাটথ্রোট ম্যাগাজিন, যেখানে পপুলারিটির কমতির কারণে যে কোন মাঙ্গা কুড়ালের নিচে পড়তে পারে, সেখানে এই সিরিজটা ২০১৩ সাল থেকে এখনও চলছে (যদিও ২০১৮ তে জাম্প স্কয়ারে ট্রান্সফার হয়ে যায়)। আর World Trigger এনিমের ২ টা সিজন আছে, যার মোট পর্ব ৮৫ টি, যদিও প্রথম সিজনের শেষের দিকে একটা ফিলার আর্ক আছে। কিন্তু এই সিরিজটা দেখেছে এমন মানুষের সংখ্যা খুব বেশি না।তাহলে এমন একটা অবসিকিওর সিরিজে কি এমন আছে যা খুব একটা নাম ডাক না থাকা সত্ত্বেও এখনও থেমে যায়নি? উত্তরটা হল এই সিরিজের ফাইট। World Trigger এর প্লট শুনলে খুবই সাদামাটা মনে হবে, এনিমের প্রথম কয়েকটা পর্ব দেখার পরে এনিম ড্রপ দিলে কাউকে দোষও দেয়া যাবে না। কিন্তু এই সিরিজের ফাইটগুলা এক কথায় অসাধারণ। জাম্পের ম্যাক্সিমাম সিরিজই ফ্যান্টাসি নির্ভর আর ফাইট বেশিরভাগই স্ট্রেংথ আর উইল নির্ভর। সেই দিক থেকে সাই-ফাই জন্রার এই সিরিজের ফাইটগুলা ভীষণ স্ট্র্যাটেজিক। হালের OP টাইপ MC রা হয়তো কুলনেস আর ব্যাডএসারি দিয়ে আপনাকে মুগ্ধ করবে, কিন্তু একই সাথে সিরিজের পাওয়ার স্কেলিং এর বারটা বাজবে, যার কারণে সিরিজ কিছুদিন পরেই ম্যাড়ম্যাড়ে হয়ে যাবে (ব্লিচ 😛 )। সেই দিক থেকে World Trigger এর ফাইটগুলা ইন্ডিভিজুয়াল স্ট্রেংথ এর থেকে টিম ওয়ার্ক আর স্ট্র্যাটেজির উপর নির্ভরশীল হওয়ায় অনেক বেশি ইন্টারেস্টিং আর আনপ্রেডিক্টেবল।

জাম্পের কিছু সিরিজ স্লো স্টারটার। শুরুতে আহামরি না লাগলেও একটা সময় যেয়ে ঠিকই জনপ্রিয়তা পায়। এই সিরিজটাও তেমন। World Trigger নিয়ে আরও অনেক কিছুই বলা যাবে, কিন্তু এই ভিডিওটা দিয়ে পোস্টটা আপাতত এখানেই শেষ করলাম। Happy Watching!

Comments

Leave a Reply