Kuroko no Basuke – Extra Game [মাঙ্গা রিভিউ] — Zahin Mobashshir

kuroko-no-basuke-extra-game

মাঙ্গা: Kuroko no Basuke – Extra Game
চ্যাপ্টার সংখ্যা: ০৮

কুরকো এনিমেটা যারা দেখেছেন তারা মনে হয় ইতিমধ্যেই শুনেছেন যে কুরকোর নতুন একটা মুভি আসতে পারে। সেই মুভিটা এই মাঙ্গা থেকে এডাপ্ট করা হবেই জানা গেছে।
মাঙ্গার কাহিনী তৈরি হয়েছে একটা ম্যাচকে কেন্দ্র করে।
আমেরিকা থেকে এক স্ট্রিট বাস্কেটবল দল এসেছে জাপানের অল-স্টার টিমের সাথে এক প্রীতি ম্যাচ খেলার জন্যে। খেলা শেষে জাপানের সেই টিম খুবই দুর্বিষহভাবে হেরে যায়। কিন্তু আমেরিকার সেই স্ট্রিট বাস্কেটবল টিম ঐ টিমকে হারিয়েই ক্ষান্ত হয়নি বরং তাদেরকে যাচ্ছেতাই কথা শুনায় এবং গালিগালাজও করে। খেলাটা টিভিতে সরাসারি সম্প্রচার করায় পুরা জাপানের প্রায় সকলেই খেলাটি দেখে এবং এই ঘটনা চাক্ষুষ করে।
জেনারেশন অব মিরাকেলস এবং সাথে আমাদের লাইট আর শ্যাডোও খেলাটি দেখে এবং মনে মনে এর প্রতিশোধ নেওয়ার উপায় ভাবতে থাকে।
খেলার শেষে আমেরিকার সেই বাস্কেটবল টিমের কীর্তি তাদেরকে আনা হোস্টও চাক্ষুষ করেন এবং সেই হোস্ট হচ্ছে আমাদের খুবই পরিচিত সেইরিনের ম্যানেজার রিকোর পিতাজান। তিনি ঐ মুহুর্তেই “জ্যাবারওয়াক” তথা আমেরিকান স্ট্রিট বাস্কেটবল টিমকে আরেকটা ভিন্ন টিমের সাথে ম্যাচ খেলার চ্যালেঞ্জ করে।
নতুন গঠিত টিমটির নাম দেওয়া “ভোরপোল সোয়ার্ডস”।
টিমটির মেম্বার আমাদের পরিচিত সেই “জেনারেশন অব মিরাকেলস” এবং লাইট-শ্যাডো।
“কুরকো নো বাসুকে” এনিমের তিনটা সিজনে আমরা যত্ত মুভ এবং যত্ত কম্বিনেশন দেখেছি এবং মাঙ্গাটিতে তার সব কিছুই রয়েছে তার থেকে আরও অনেক অনেক গুন বেশি আছে। “ভোরপোল সোয়ার্ডস” এর প্রতিপক্ষও কম যায় না কিছুতেই। এদের সাথে লড়াই করতে সবাইকেই মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে।
কিন্তু……………………
শেষ রক্ষা কি পায় “ভোরপোল সোয়ার্ডস”
জানতে হলে পড়ে ফেলুন এই ছোট মাঙ্গাটি।
প্রথম চার চ্যাপ্টার একটু বোরিং লাগতে পারে কিন্তু তাই বলে পরের চ্যাপ্টারগুলা না পড়লে অসম্ভব ভুল করবেন ।
তাই আর দেরি না করে পড়া শুরু করে দিন এবং বাস্কেটবলের ম্যাজিকে মেতে উঠুন।
অনলাইনে পড়ার লিংক: http://kissmanga.com/Manga/Kuroko-no-Basuke-Extra-Game

Comments