Animekhor top-chart 2013 – Best male seiyu – Kamiya Hiroshi

বেস্ট মেইল সেইয়ু পোলে কামিয়া হিরোশির জয় ছিল বিশাল ব্যবধানে, মোট ভোটের অর্ধেকের বেশি পেয়ে। হিরোশি এই বছর দারুন জনপ্রিয় আর মেজর কিছু রোল করেছেন, যার মধ্যে আছে আরারাগী কয়োমি, লেভি, ট্রাফালগার ল, আকাশী সেইজুরোর মত ক্যারেক্টাররা. কাজেই তার জয়ের ব্যাপারে কোনো সন্দেহ ছিল না. নবুহিকো ওকামতো আর সুগিতা তমোকাজু শুধুই ব্যবধান কমিয়েছেন।

kamiya-hiroshi

 

Animekhor top-chart – Best female seiyu – Kitta Izumi

ফিমেইল সেইয়ুর পোলে লড়াই ছিল মূলত দুই নবাগতা কিত্তা ইজুমি ও ইশিকাওয়া ইউইর। দুজনই এই বছরের খুব জনপ্রিয় দুই চরিত্র তমোকো কুরোকি আর মিকাসা একারম্যান এর কন্ঠ দিয়েছেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অবশ্য শেষ হাসি হেসেছেন কিত্তা ইজুমিই, তমোকো কুরোকির মত জটিল চরিত্রকে অসাধারনভাবে ফুটিয়ে তোলার জন্য, সেই সাথে ছিল তার এন্ডিং থিম এর দুর্দান্ত পারফরম্যান্স। 

A recognition well deserved.

Animekhor top-chart 2013 – Best Opening Theme – Guren no Yumiya (Shingeki no Kyojin)

২০১৩ সাল যেন Shingeki no Kyojin-এ মাতাল হওয়া এক বছর। আর সবাইকে মাতিয়ে রাখার জন্যে এই আনিমের যেসব দিক সবচেয়ে বড় ভূমিকা রেখেছে, তার একটি হল এর প্রথম ওপেনিং ট্র্যাক Guren no Yumiya। Linked Horizon-এর পারফর্ম করা এই ট্র্যাকটি এবারের এনিমখোর বেস্ট ওপেনিং সং (২০১৩) পোলে ৩৫.৭১% ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে থাকা Psycho-Pass এর ওপেনিং সং Abnormalizeকে (১৬.০৭% ভোট) বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে।

দেড় মিনিটের এই ওপেনিং ট্র্যাকটির জনপ্রিয়তা বুঝিয়ে উঠানো সহজ নয়। একটি সুন্দর উদাহরণ হল, Shingeki no Kyojin-এর ওপেনিং ট্র্যাক হিসাবে দর্শকদের কানে পৌঁছানোর কিছুদিনের মধ্যেই ইউটিউবে এই গানের বিভিন্ন জনের পারফর্ম করা কভার আপলোডের হিড়িক উঠে যায়। গানটির লিরিক্সে পুরো আনিমে সিরিজটির আবহ ফুটিয়ে তুলা হয়েছে। অসম্ভবকে সম্ভব করে জয় ছিনিয়ে আনার মানসিকতা প্রকাশের লিরিক্স এবং সাহস জাগানোর সুর ও ছন্দ পুরো গানটিকে সবার পছন্দের তালিকায় উপরের দিকে তুলে আনে। যারা আনিমে সিরিজটি খুবই পছন্দ করে তাদেরকে তো বটেই, এমনকি যারা এই সিরিজটিকে তেমন পছন্দ করে না, তাদেরকেও গানটির তালে তালে মাথা দুলাতে দেখা গিয়েছে!  

আনিমে সিরিজ শেষ হবার বেশ কিছুদিন আগেই Linked Horizon তাদের এই গানের ফুল ভার্শন রিলিজ দেয়, এবং আবারও গানটি নিয়ে একটি ক্রেজ ছড়িয়ে পরতে দেখা যায় সবার মধ্যে।গানটি এতই জনপ্রিয় হয়ে উঠে, এই গানের সুরে অন্যান্য অনেক আনিমের AMV তৈরির প্রতিযোগিতা দেখা যায় অনলাইনে। এমনকি বিভিন্ন দেশের সিনেমার নাচের অংশে এই গানের সুর ঢুকিয়ে AMV তৈরিও হয় বেশ কিছু!

২০১৩ সালটি দেখেছে বেশ কিছু দুর্দান্ত ওপেনিং সং। Psycho-Pass এর Abnormalize, Log Horizon-এর Database, Amnesia-এর Zoetrope, এমনকি Shingeki no Kyojin-এরই আরেক ওপেনিং সং Jiyuu no Tsubasa। তবে সব কিছু ছাপিয়ে দাপটের সঙ্গে প্রথম স্থানটি দখল করে নেয় আনিমে দর্শক এবং আনিমে দেখে না এমন সব মানুষের কাছেও বিখ্যাত হয়ে উঠা Guren no Yumiya গানটি। অভিনন্দন Linked Horizon ও Team Shingeki no Kyojinকে!

https://www.youtube.com/watch?v=kKzum5xCGjQ

Shingeki.no.Kyojin.full.1474341

Animekhor top-chart 2013 – Best Ending Theme – Namae no nai Kaibutsu (Psycho-Pass)

২০১৩ এর বেস্ট এন্ডিং সং এর পোলে দ্বিতীয় অবস্থানে ছিল ৯.২৮% ভোট পাওয়া Kill la Kill-এর Gomen ne, Iiko ja Irarenai, তৃতীয় অবস্থানে ছিল ৮.২৫% করে ভোট পাওয়া Psycho-Pass এর All Alone With You, Shingeki no Kyojin-এর Great Escape এবং Machine-Doll wa Kizutsukanai এর Maware! Setsugetsuka। বেশ তুলুম জনপ্রিয় এসমস্ত এন্ডিং সং-এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইও দেখা গিয়েছে, তবে তা যেন শুধুই দ্বিতীয় বা তৃতীয় অবস্থানের জন্যে। ১৬.৪৯% ভোট পেয়ে বেশ কঠিন এই প্রতিযোগিতা বেশ সহজেই জিতে গিয়েছে বছরের অন্যতম সেরা আনিমে Psycho-Pass এর প্রথম এন্ডিং সং, EGOIST এর পারফর্ম করা গান Namae no nai Kaibutsu!

সাই-ফাই একশন ধাঁচের এই আনিমে সিরিজটির জন্যে Namae no nai Kaibutsu ছিল আদর্শ এক এন্ডিং সং। মনের অব্যক্ত অনুভূতি, যা বলতে চেয়েও বলতে পারা না পারা, ত্যাগ স্বীকার করেও সঠিক সিদ্ধান্ত নেওয়া – এমন মিশ্র অনুভূতি গানে প্রকাশ করার জন্যে একটি আদর্শ সিদ্ধান্ত ছিল Supercell ব্যান্ডের সংরাইটার Ryo এবং ভোকালিস্ট Chelly -এর সমন্বয় গড়ে উঠা duo EGOIST।

সুন্দর লিরিক্স, সেই সাথে মন ছুঁয়ে যাওয়া সুর, দুটির অদ্ভুত সুন্দর মিশ্রণ ছিল Namae no nai Kaibutsu নামক গানটি। অন্য সব জনপ্রিয় গানের মতই এই গানেরও অসংখ্য cover ভার্শন নেটে ছড়িয়ে আছে অনেক।

অনেক জনপ্রিয় এবং catchy কিছু গান ছিল এবারের বেস্ট এন্ডিং সং-এর পোলের লিস্টে। আর এসকল গান পিছে ফেলে ২০১৩ সালে এনিমখোর মেম্বারদের ভোটে জিতে যায় Namae no nai Kaibutsu নামক গানটি।অভিনন্দন EGOIST এবং Team Psycho-Passকে!  

www.youtube.com/watch?v=gyJCjbXzcKc

 

Animekhor top-chart 2013 – Best soundtrack – Shingeki no Kyojin

বীরের বেশে জয় বোধহয় এটাকেই বলে! Shingeki no Kyojin প্রথম হয়েছে ৫০ ভোট পেয়ে, যেখানে দ্বিতীয় স্থানে যৌথভাবে Kill la Kill এবং Psycho-Pass উভয়ে পেয়ছে ৭টি করে ভোট!মোট ভোটের ৭১%-এরও বেশি ভোট পেয়ে জিতে যাওয়া এটাই বুঝিয়েছে যে Shingeki no Kyojin এবার শুধু আনিমে হিসেবেই নয়, এর সাউন্ডট্র্যাকও এ বছরের সব আনিমের সাউন্ডট্র্যাককে ছাপিয়ে অন্য উচ্চতায় উঠে গিয়েছে!

রক্ত গরম করা ওপেনিং ট্র্যাক Guren no Yumiya এবার এতটাই মাতিয়ে রেখেছিল সবাইকে, পুরা সিরিজের যে কয়টি পর্বে এই ট্র্যাক ওপেনিং হিসেবে ছিল, সেসব কয়টি এপিসোড দেখবার সময় প্রায় অধিকাংশ দর্শকই ওপেনিং ট্র্যাক স্কিপ না করেই পুরা এপিসোড দেখেছে!!! আনিমের ইতিহাসে খুব কম আনিমের ওপেনিং-ই এরকম ছাপ রাখতে পেরেছে দর্শকের মনে। Guren no Yumiya-এর সাফল্যের হাত ধরেই আসে দ্বিতীয় ওপেনিং ট্র্যাক Jiyuu no Tsubasa, এ বছরের আরেকটি বিখ্যাত ওপেনিং ট্র্যাক।

 

শুধু ওপেনিং ট্র্যাকই নয়, এই সিরিজের দুটি এন্ডিং Utsukushiki Zankoku na Sekai ও Great Escapeও এবার অসাধারণ জনপ্রিয় হয়ে উঠে। এনিমখোরের অন্যান্য পোলগুলিতে ওপেনিং এবং এন্ডিং ট্র্যাকে এই ৪টি গানের প্রত্যেকটির পাওয়া ভোট দেখলেই বলে দেওয়া যায় দর্শকদের শুধু নির্মম রক্তাক্ত উত্তেজনাই উপহার দেই নি Shingeki no Kyojin, দিয়েছে মন ছুঁয়ে দেওয়া কিছু মারাত্মক সুন্দর কিছু গানও!

Shingeki no Kyojinএর এবার দুটি OST Album এসেছে, প্রথম এলবামে ছিল ১৬টি ট্র্যাক, দ্বিতীয়টিতে ছিল ১১টি, যার অধিকাংশই প্রথম এলবামের রিমিক্সড ভার্শন। প্রথম এলবামে Bauklotze -এর মতন হৃদয় ছুঁয়ে যাওয়া গান ছিল, তেমনই ছিল টাইটানদের সামনে এনে দেবার মত মনে ভয় জাগানিয়া ট্র্যাক XL-TT। চোখে পানি এনে দেওয়ার মত ট্র্যাক Vogel im Kafig যেমন ছিল, আবার ছিল বুকে সাহস এনে যুদ্ধে ঝাঁপিয়ে পরার মন্ত্র দেওয়া ট্র্যাক Rittai Kidou কিংবা Counter Attack Mankind। ছিল DOA, The Reluctant Heroes ও Call Your Name নামের আরও তিনটি গান, যা শুনে শ্রোতার মনে হবে তিনি এখন টাইটানদের দিকে এগিয়ে যাচ্ছেন নিজের কোন এক বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নিতে, পাশে আছে অনুপ্রেরণা দেওয়ার জন্যে লেভি আর মিকাসা, আছে টাইটানফর্মে থাকা এরেন ও বুদ্ধি বাতলে দেওয়া আরমিন!!!

 

আরও একটি ট্র্যাকের কথা না বললেই নয়, মোট ২৭টি ট্র্যাকের মধ্যে আমার সবচেয়ে প্রিয় ট্র্যাক Attack on Titan, পুরো আনিমে সিরিজের প্রায় সব পর্ব মাতিয়ে রাখা এই ট্র্যাক শেষ পর্বে এসে এক বিশেষ মুহুর্তে এমন সময়ে বেজে উঠে যা শুনে রীতিমত লাফিয়ে উঠতে হয় উত্তেজনায়!  

মনের অবস্থা যাই থাকুক না কেন, শ্রোতাকে মুহুর্তেই টাইটানদের সাথে যুদ্ধের জন্যে কল্পনায় আনিমে জগতে নিয়ে যেতে সক্ষম Shingeki no Kyojinএর সব ট্র্যাকগুলি।আর শ্রোতাদের হৃদয় ছুঁতে পারার এমন সাফল্যই এনে দিয়েছে এবছরের সেরা সাউন্ডট্র্যাক-এর খেতাব জিতে নিতে পারার সৌভাগ্য!

ধন্যবাদ Sawano Hiroyukiকে এমন দুর্দান্ত সব ট্র্যাক উপহার দেবার জন্যে! ধন্যবাদ Mika Kobayashi, Yoko Hikasa ও Cyuaকে, কয়েকটি মন ছুঁয়া গান আমাদেরকে উপভোগ করতে দেবার জন্যে! ধন্যবাদ Linked Horizon, mpi & CASG, Cinema Staff, Aimee Blackshlegerকে, পুরো বছর তাদের ট্র্যাক দিয়ে আমাদের মাতিয়ে তুলবার জন্যে!ধন্যবাদ Team Shingeki no Kyojinকে!  

Shingeki.no.Kyojin.full.1474341

 

Animekhor top-chart 2013 – Best Anime – Shingeki no Kyojin

২০১৩ সালের সেরা আনিমে ক্যাটাগরির বাকি সব আনিমে গুলার তুলনায় বিপুল পরিমান বেশি ভোট পেয়ে অনেক টা বাকিগুলাকে উড়িয়ে দিয়ে সেরা আনিমে নির্বাচিত হয়েছে শিঙ্গেকি নো কিওজিন (Attack on Titan)

শোনেন জেনারের আনিমে গুলার প্রতি এমনিতেই দর্শকের আকর্ষণ একটু বেশি থাকে । তার উপর শোনেন জেনারের সকল ধরনের মশলা এখানে কিছুটা ভিন্ন আঙ্গিকে নতুন উপায়ে উপস্থাপনা করা হয়েছে। ফলে এটা রিলিজের শুরু থেকেই দর্শক টানতে পেরেছে এবং শেষ পর্যন্ত তা ধরে রাখতে সক্ষমও হয়েছে।শুরু থেকে শেষ পর্যন্ত টান টান উত্তেজনা,অসাধারণ ফাইট,অ্যাডভেঞ্চার,রোমাঞ্চকর কাহিনী; দর্শকদের আকৃষ্ট করতে যা যা দরকার সবই আছে এর মধ্যে। এটার শুরুই হয়েছে বিশাল এক ধামাকা দিয়ে।মানব্জাতির উপর টাইটানদের হামলা।এরপর ধীরে ধীরে কাহিনী এগিয়ে গিয়েছে খানিক টা এইভাবে;টাইটানদের হাত থেকে নিজেদের রক্ষা করে পৃথিবীতে টিকে থাকার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন,এক পর্যায়ে মেইন প্রোটাগোনিস্টের নিজেরই টাইটান হয়ে যাওয়া এবং সাথে অনেক অনেক চমক দিয়ে।এই আনিমের অ্যাকশনও ছিল পুরাই চোখ ধাঁধানো।একটু ভিন্ন টাইপের অ্যাকশনই আনিমের টার সবথেকে বেস্ট পার্ট বলা যেতে পারে। থ্রি ডি গিয়ারের সাহায্যে ধারালো ব্লেডের সাহায্যে মানুষের টাইটানদের সাথে ফাইটই হোক কিনবা টাইটানের সাথে টাইটানের ফাইটই হোক সবই এক কথায় অসাধারণ।তাই এই বছরের সেরা আনিমে হিসেবে শিঙ্গেকি নো কিওজিনের জয় তা খানিক টা আগে থেকেই নিশ্চিত ছিল বলা যেতে পারে।

Shingeki.no.Kyojin.full.1474341