যেরো নো সৌকৌশি [মাঙ্গা সাজেশন] — Zahura Chowdhury Abonti

Zero no Soukoushi

মাঙ্গা সাজেশনঃ যেরো নো সৌকৌশি
চ্যাপ্টার সংখ্যাঃ ৩
স্ট্যাটাসঃ কমপ্লিটেড
জনরাঃ ড্রামা, মিস্ট্রি, শৌজো
ব্যক্তিগত রেটিংঃ ৮

কানাদে একজন পারফিউমিস্ট— নানা রকম ঘ্রাণের সংমিশ্রনে নতুন নতুন সুগন্ধী তৈরি করা তার পেশা। গন্ধ নিয়ে কাজ করতে হয় বলেই অন্য দশটা মানুষের তুলনায় তার নাকটা একটু বেশি তীক্ষ্ণ। খুব সহজেই ঘ্রাণের সামান্যতম তফাতও সে ধরে ফেলতে পারে। আর এই কারণেই মাঝে মাঝে তাকে ফেঁসে যেতে হয় অযাচিত বিভিন্ন প্যাঁচালো ঘটনায়। নিজ পেশার প্রতি ভালবাসা থেকেই কানাদে চেষ্টা করে প্রতিটা মানুষের জন্য তার সাথে মানানসই সুগন্ধী তৈরি করে দিতে। পারফিউম ফ্রিক এই মানুষ আপাতভাবে তেমন মিশুক না হলেও সম্পর্কে কাজিন আনাইসের সাথে তার বেশ সখ্যতা রয়েছে। কানাদে যেমন চায় সব ঝামেলা এড়িয়ে চলতে, আনাইস ঠিক তার উলটো। না পারতে তাই এসব অনাকাঙ্খিত ঘটনাতে জড়িয়ে যেতে হয় কানাদেকেও। আর নিজের সুনিপুণ দক্ষতায় সে বের করে আনে রহস্যের সমাধান।

৩ টি চ্যাপ্টারে তিনটি ভিন্ন মিস্ট্রির খোলাসা করা হয়েছে, যার মাঝে ব্যক্তিগতভাবে আমার পছন্দ সর্বপ্রথমটাই। একটু ভিন্নধর্মী এই মাঙ্গার কাহিনী বেশ ভাল ও ইউনিক। মাত্র ৩ চ্যাপ্টার বলে পড়তেও বেশি সময় লাগে না। আর এই মাঙ্গার খুবই আকর্ষণীয় দিক হচ্ছে এর আর্ট। খুব বেশি রকমের সুন্দর ও বেশ আনকমন এই আর্ট প্যাটার্নে রয়েছে খানিকটা ওয়েস্টার্ণ ধাঁচ। ৩ চ্যাপ্টারে ক্যারেক্টার ডেভেলাপমেন্ট এর খুব বেশি জায়গা নেই, সে চেষ্টাও মাঙ্গাকা করেননি। পুরো মাঙ্গাতে কানাদেকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে এবং তার চরিত্রটি আমার কাছে কাহিনীর সাথে বেশ মানানসই মনে হয়েছে। আনাইসকে মাঝে মাঝে অবাঞ্চিত মনে হলেও তারও প্রয়োজন ছিল বলেই মনে হয়। অল্প সময়ে বেশ আনন্দদায়ক এক মাঙ্গা বলেই মনে হয় আমার। কিছু কিছু জায়গা অবশ্য অনেক অস্বাভাবিক ও জোরপূর্বক কাহিনী মেলানোর জন্য করে দেয়া বলেও মনে হয়েছে; বিশেষ করে শেষ গল্পটাতে। কিন্তু সামান্য এই দোষ এড়িয়ে যেতে পারলে বেশ উপভোগ্য একটি মাঙ্গা এটি। হাতে সামান্য সময় থাকলে পড়ে দেখতে পারেন। সাথে মাঙ্গার লিঙ্ক দিয়ে দিচ্ছি:
http://mangafox.me/manga/0_no_soukoushi/

Comments